'আতঙ্কবাদী, ওয়াপস যাও'- বিশ্ববিদ্যালয়ে স্লোগান উঠল প্রজ্ঞা ঠাকুরের উপস্থিতিতে
খোদ ভোপাল শহরেই বিড়াম্বনার মুখে পড়লেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের সদস্যরা প্রজ্ঞার বিরুদ্ধে স্লোগান তোলেন। তাঁরা বলেন 'আতঙ্কবাদী, ওয়াপস যাও' ও 'মহাত্মা গান্ধী জিন্দাবাদ'।সেই সময় মাখনলাল চতুর্বেদী বিশ্ববিদ্যালয়ে একটি ধর্না সমাবেশে ছাত্রদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভোপালের সাংসদ। এই স্লোগান শুনেই অবশ্য মেজাজ হারান তিনি। ছাত্রদের দেশবিরোধী বলে অ্যাখ্যা দেন প্রজ্ঞা। একই সঙ্গে যারা এই স্লোগান দিয়েছে তাদরকে সংবিধান বিরোধী বলে বর্ণনা করেন তিনি। ছাত্রদের বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলেও জানান বিজেপি সাংসদ।