Updated: 05 Sep 2020, 09:46 AM IST
লেখক Ayan Das
করোনাভাইরাসের 'টিকা জাতীয়তাবাদ' নিয়ে আবারও উদ্বে... more
করোনাভাইরাসের 'টিকা জাতীয়তাবাদ' নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরোস ঘেবরেসাস। তিনি জানান, শুধু ধনী দেশগুলি টিকা কুক্ষিগত করলে করোনা মুক্তির প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। আরও বেশিদিন ধরে চলবে মহামারী। সেজন্য নায্য ও কার্যকরীভাবে টিকার বণ্টনের আর্জি জানিয়েছেন ঘেবরেসাস। হু প্রধান জানিয়েছেন, কোভ্যাকস পরিকল্পনায় (টিকা বণ্টনের ক্ষেত্রে সমতা) আপাতত ৭৮ টি উচ্চ আয়বিশিষ্ট দেশ যুক্ত হয়েছে। সবমিলিয়ে বিশ্বের ১৭০ টি দেশ সেই পরিকল্পনায় সামিল হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বাকি দেশগুলিকেও তাতে যুক্ত হওয়ার আর্জি জানিয়েছেন ঘেবরেসাস। তিনি বলেন, 'যখন আমাদের কার্যকরী কোনও টিকা তৈরি হয়, তখন আমাদের সেটিকে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। অন্যভাবে বলতে গেলে কয়েকটি দেশের সবাইকে প্রতিষেধক দেওয়ার পরিবর্তে আমাদের অগ্রাধিকার হবে, সবদেশের কয়েকজনকে টিকা প্রদান।'