Updated: 19 Jul 2020, 01:28 PM IST
লেখক Ayan Das
ক্রমশ খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা পর্ষদের তরফে রবিবার সকালে জানানো হয়েছে, ৩৩ টির মধ্যে ২৬ জেলার বন্যার কবলে পড়েছে। সবমিলিয়ে ২৭ লাখ মানুষ বন্যায় প্রভাবিত হয়েছেন। জলের তলায় চলে গিয়েছে অসংখ্য বাড়ি, রাস্তা, ব্রিজ। চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। নষ্ট হয়েছে ফসল। রাজ্যের একাধিক জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এখনও পর্যন্ত বন্যায় কমপক্ষে ৮১ জনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়ালের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবতীয় সাহায্যের দেন তিনি। দেখে নিন যাবতীয় তথ্য -