বাংলা নিউজ >
দেখতেই হবে >
বৃষ্টি ভেজা দিনে পোষ্যদের নিয়ে বেরু বেরু 'তুফান'-এর নায়িকার? কোথায় গেছিলেন মিমি?
Updated: 03 Jul 2024, 06:19 PM IST
Sayani Rana
মিমি চক্রবর্তীর কাছে তাঁর পোষ্যরা সন্তানতুল্য। তাদের নিয়ে মাঝে মাঝেই নায়িকা বিভিন্ন রকমের পোস্ট করেন। কাজের পর বেশ অনেকটা সময় কাটান ওদের সঙ্গে। আবার মাঝে মাঝে ওদের নিয়ে ঘুরতেও বেরিয়ে পড়েন। আর এবারও তার ব্যতিক্রম নয়। কাজের মাঝেই একটা বৃষ্টির দিনে প্রিয় পোষ্যদের নিয়ে রোড ট্রিপে 'তুফান'-এর নায়িকা। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।