Updated: 13 Dec 2019, 05:17 PM IST
HT Bangla Correspondent
জয়পুরের জনবসতি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে লেপার্ড। রাস... more
জয়পুরের জনবসতি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে লেপার্ড। রাস্তার মানুষের প্রতি কোনও ভ্রুক্ষেপ নেই। বৃহস্পতিবার এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।তখত-ই-সাহি রাস্তায় বিকেল ৪.১৫ তে প্রথমবার লেপার্ডটিকে দেখা যায়। এরপর লেপার্ডের জন্য তন্নতন্ন করে খোঁজ চালায় পুলিশ ও বন দফতরের অফিসাররা।জয়পুরের বিভিন্ন জায়গায় লেপার্ডটিকে দেখা যায়, কিন্তু ধরা পড়েনি সে। শেষপর্যন্ত লালকোঠি অঞ্চলের গ্রেটার কৈলাশ থেকে এদিন দুপুরবেলায় আটক করা হয়েছে লেপার্ডটিকে। কিন্তু তাকে ঘুম পাড়াতে গিয়ে সামান্য আহত হয়েছেন দু'জন বনদফতরের কর্মী। একটি বাড়ির ছাদে লুকিয়ে ছিল লেপার্ড। ঘুম পাড়ানোর গুলি দিয়ে শেষপর্যন্ত তাকে কাবু করা হয়। সেই অপারেশন দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বনদফতরের অনুমান যে ঝালানা জঙ্গল থেকে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পেরিয়ে জয়পুরে প্রবেশ করে লেপার্ডটি। শারীরিক পরীক্ষার পর লেপার্ডটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।