বাংলা নিউজ >
দেখতেই হবে > Kalpataru Utsav: কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বর, কাশীপুর, বেলুড়ে ভক্ত সমাগম
Kalpataru Utsav: কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বর, কাশীপুর, বেলুড়ে ভক্ত সমাগম
Updated: 01 Jan 2025, 03:28 PM IST Laxmishree Banerjee ইংরেজি নববর্ষের প্রথম দিনেই কল্পতরু হয়েছিলেন ঠাকুর। আজকের দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। আজকের এই বিশেষ কল্পতর উৎসব হিসাবে, সকাল থেকে অগণিত ভক্তরা কাশীপুর উদ্যানবাটিতে ভিড় জমিয়েছেন। দেবী ভবতারিণীর আরাধনা করা হয়েছে দক্ষিণেশ্বরে। উপচে পড়েছে ভক্তের ঢল। প্রতি বছরের মতো বেলুড়মঠেও প্রচুর ভক্তের সমাগম হয়।