আরও একবার টেলিভিশনের পর্দায় ফিরছেন ‘গুড্ডি’র 'স্যারজি'। আসছে নতুন ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'। এই ধারাবাহিকে রণজয় বিষ্ণুর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ১৮ ডিসেম্বর থেকে জি বাংলার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। ইতিমধ্যেই ধারাবাহিকের বেশকিছু পর্বের শ্যুটিং সেরে ফেলেছেন শ্বেতা ও রণজয়। শ্বেতা-রণজয়ের এই ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন বেশকিছু মুহূর্ত উঠে এল আমাদের ক্য়ামেরায়