বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভোটযুদ্ধ >
Dilip Ghosh Exclusive: পুলওয়ামার পরে যেমন হয়েছিল, বাংলার ছোট-ছোট ‘পাকিস্তানে’ তেমনই করব, HT বাংলায় এক্সক্লুসিভ দিলীপ ঘোষ
পুলওয়ামার পরে যেমন হয়েছিল, বাংলার ছোট-ছোট ‘পাকিস্তানে’ তেমনই করব। হিন্দুস্তান টাইমস বাংলায় একান্ত সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেইসঙ্গে ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে মুখ খুললেন তিনি। শুধু তাই নয়, আরআরএস, তরুণ নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি প্রথমেই কী করবে, সেইসব বিষয় নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সম্পাদক অর্ঘ্য প্রসূন রায়চৌধুরী এবং প্রতিনিধি মৈনাক মৈত্রের সঙ্গে খোলমেলা কথা বললেন দিলীপ।