বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: বেলঘড়িয়ায় অর্পিতার পৈতৃক বাড়িতে ইডি, রথতলার ফ্ল্যাটেও আধিকারিকরা!
Updated: 27 Jul 2022, 04:00 PM IST
লেখক Sritama Mitra
সকালেই মেডিক্যাল চেক আপের জন্য জোকার ইএসআই হাসপাতা... more
সকালেই মেডিক্যাল চেক আপের জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে এসএসসি দুর্নীতিকাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটেও এদিন হানা দেয় ইডি। তবে সেখানে দরজা বন্ধ থাকায় চাবির খোঁজ করা হয়। বেলঘরিয়ায় রথতলা এলাকায় ক্লাব টাউনে ফ্ল্যাট রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের। সেখানের নবম তলায় অর্পিতার ফ্ল্যাটের চাবি না থাকায় ঢুকতে পারছিলেন না ইডি আধিকারিকরা। এদিকে, ইডির আধিকারিকরা অর্পিতার দেওয়ান পাড়ার বাড়িতেও পৌঁছন। সঙ্গে ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সেখানে অর্পিতার মায়ের সঙ্গে বহুক্ষণ কথা বলতে দেখা যায় ইডির আধিকারিকদের।
‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন।
ফেসবুকে আমাদের পেজে লাইক করুন : http://www.facebook.com/hindustantimesbangla
টুইটারে আমাদের টুইট করুন : http://twitter.com/HT_Bangla
ইনস্টাগ্রামে ফলো করুন : http://www.instagram.com/htbangla/?hl=en
#ED #Arpitamukherjee #ParthaChatterjee