অবশেষে জামিন পেলেন ভিম সেনার নেতা চন্দ্রশেখর আজাদ
অবশেষে জামিন পেলেন ভিম সেনার নেতা চন্দ্রশেখর আজাদ। দিল্লির সেশনস কোর্ট আজাদকে জামিন দিয়েছে সিএএ বিরোধী প্রতিবাদের সময় দরিয়াগঞ্জে হওয়া হিংসার মামলায়। তবে বিচারপতি কামিনী লউ জামিন দিয়ে বলেন যে আজাদ দিল্লিতে থাকতে পারবেন না ও দিল্লি নির্বাচন শেষ হওয়া অবধি রাজধানীতে কোনও বিক্ষোভ করতে পারবেন না তিনি। ২৪ ঘণ্টার মধ্যে আজাদকে তার বাড়ি সাহারানপুরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আজাদ এইমসে চিকিত্সার জন্য এলে দিল্লি পুলিশ তাঁকে এসকর্ট দেবে। আজাদ যে বেল পাবেন তা মঙ্গলবারই স্পষ্ট হয়ে গিয়েছিল যখন বিচারপতি তীব্র তিরস্কার করেন দিল্লি পুলিশের। আজাদকে কেন আটকে রাখা হয়েছে সেই প্রশ্ন তোলেন বিচারপতি। জামা মসজিদ পাকিস্তানে নয় এই কথা বলে বিচারপতি সরকারি আইনজীবীকে জিজ্ঞেস করেন তিনি সংবিধান পড়েছেন কিনা সেটি।