কৌশিকী অমাবস্যা মায়ের পুজো তারাপীঠে, সাধনা তন্ত্রসাধকদের, সন্ধ্যারতিতে মুগ্ধ ভক্তরা
Updated: 03 Sep 2024, 04:49 PM IST লেখক Ayan Das তারাপীঠে জাঁকজমকপূর্ণভাবে কৌশিকী অমাবস্যা পালন করা হচ্ছে। নিশিরাত শুরু হতেই শয়ে-শয়ে হোমকুণ্ড জ্বলে ওঠে তারাপীঠের মহাশ্মশানে। এমনিতে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের অনুমান, এবার কৌশকী অমাবস্যায় কমপক্ষে চার লাখ ভক্তের সমাগম হবে। ভক্তদের সেই ভিড় সামলাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বন্দোবস্ত করা হয়েছে বাড়তি সুরক্ষার। ভক্তদের জন্য পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -