২০১৭ সালের পর এবার ফের টেট হচ্ছে রাজ্যে। পরীক্ষায় বসেছেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী। ১ হাজার ৪৬০টি পরীক্ষা কেন্দ্রে হয়েছে পরীক্ষার আয়োজন। সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী মুর্শিদাবাদে। এদিকে টেটের প্রশ্নফাঁস রুখতে তৎপর পর্ষদ। মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়।
২০২২ সালের প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই পরিস্থিতিতে দ্বিতীয় প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মামলাকারীদের ডিইএলএড ছাড়াও বিকল্প ডিগ্রি আছে। আর সেটা দিয়েই তাঁরা আবেদন করেছিলেন।