মায়ার বাঁধন ছবিতে মাত্র দশ বছর বয়সে রূপোলি সফর শুরু শ্রাবন্তীর। চ্যাম্পিয়নের মতো ছবি জিতের বিপরীতে কাজ করার পর নিজের ইচ্ছাতেই সুদীর্ঘ পাঁচ বছরের বিরতি নিয়েছেন। ফিরেও এসেছেন নিজের শর্তে। নতুন দশকে শ্রাবন্তীর প্রথম রিলিজ উড়ান। যে ছবি বলবে পৌলমীর স্বপ্ন উড়ানের গল্প। তবে টলিগঞ্জে শ্রাবন্তীর স্বপ্নসফর কেমন ছিল, এই জার্নি নিয়ে HT Bangla-র সঙ্গে প্রাণখোলা আড্ডায় শ্রাবন্তী।
Srabanti-Abhirup: গত বছরের শেষেই শোনা গিয়েছিল অভিরূপ-শ্রাবন্তীর সম্পর্কে চিড় ধরেছে। বর্তমানে ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন দুজনে। এর মাঝেই নতুন প্রেমের সন্ধান পেলেন অভিরূপ।