ভারতের নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি করতে নাকি মার্কিন সরকার ২১ মিলিয়ন ডলার খরচ করত। ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি এহেন দাবি করার পর থেকেই ভারতীয় রাজনীতিতে 'জর্জ সোরোস', 'ইউএস এইড', 'ডিপস্টেট' শব্দবন্ধগুলির প্রয়োগ বেড়ে গিয়েছে।