টলিপাড়ায় সবার মন জয় করে বেশ কয়কে বছর হল বি-টাউনে দাপিয়ে কাজ করছেন অদ্রিজা রায়। পাঁচ বছর ধরে চলতে থাকা ‘অনুপমা’র মতো ধারাবাহিকে ২০২৪-এ অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। তবে এত কিছুর পরও গত বছর নায়িকার খুব একটা ভালো কাটেনি। কারণ তিনি খুইয়েছেন প্রায় ছ’লক্ষেরও বেশি টাকা।