WhatsApp-এ কারো মেসেজ ইগনোর করতে চাইছেন? সেক্ষেত্রে ব্লকই কি একমাত্র অপশন?অনেক সময়েই কিছু কনট্যাক্ট ব্লক করা যায় না। আবার তাদের মেসেজ ইগনোরও করতে হয়। সেক্ষেত্রে অনেকে আর্কাইভ করে দেন মেসেজ। কিন্তু, সেই ব্যক্তি আবার কোনও মেসেজ করলেই আবার সেই মেসেজ চ্যাট লিস্টে ফিরে আসে। তবে উপায় কী?এই সমস্যার সুরাহাই আনছে WhatsApp । ইতিমধ্যেই WhatsApp-এর বেটা ভার্সানে () এই ফিচার আসতে শুরু করে দিয়েছে।নতুন এই ফিচারের নাম New Archive । এর মাধ্যমে আর্কাইভ করার পরেও কোনও ব্যক্তি মেসেজ করলেও সেটি আর চ্যাট লিস্টে ফিরে আসে না। ফলে ব্লক না করেও কার্যত ইগনোর মেসেজের সুবিধা মিলবে নয়া আপডেটে।এ বিষয়ে জানিয়ে টুইট করেছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট সংক্রান্ত সংস্থা WABetaInfo । দেখুন সেই টুইট। বেটা ভার্সানে এই নয়া ফিচার জনপ্রিয়তা পেলে তা শীঘ্রই হোয়াটস্যাপের স্ট্যান্ডার্ড ভার্সানে আসতে পারে বলে মনে করা হচ্ছে।