ভারতে প্রথম শোরুম খুলছে McLaren, কোন শহরে জানেন? Updated: 23 Aug 2022, 10:17 AM IST Soumick Majumdar McLaren Showroom In India: ভারতে প্রথম শোরুম খুলতে চলেছে ব্রিটিশ স্পোর্টসকার সংস্থা ম্যাকলারেন। এতদিন বিদেশ থেকে আমদানি করা গাড়ি কিনতেন ভারতীয় ধনকুবেররা। তবে এবার মুম্বইয়ের শোরুম থেকেই গাড়ি বুক করতে পারবেন তাঁরা।