টুইটারের চিফ এগজিকিউটিভ অফিসারের (সিইও) পদ ছাড়তে চলেছেন জ্যাক ডর্সি। যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা। বিষয়টির সঙ্গে অবহিত এক ব্যক্তিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমে সিএনিবিসির তরফে এমন দাবি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা ব্লুমবার্গ। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়াী, সম্প্রতি ক্রিপ্টোকারেন্সির প্রতি ৪৫ বছরের ডর্সি আগ্রহ অত্যন্ত বেড়েছে। স্কোয়ার নামে একটি পেমেন্ট সংস্থার প্রধানও তিনি। তারইমধ্যে নিউ ইয়র্কে সকাল ৯ টা ৪৭ মিনিটে টুইটারের শেয়ার ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।(বিস্তারিত পরে আসছে)