
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। স্টেশনের ওয়াইফাই দিয়ে কোনও সিনেমা বা গেম ডাউনলোড করতে বসিয়ে দেন। হাওড়া, শিয়ালদহ-সহ বিভিন্ন স্টেশনে গিয়ে অনেকেই এমনটা করেন। কিন্তু এবার সেই সুখের দিন শেষের দিকে। কেন?
কারণ এবার থেকে দিনে মাত্র প্রথম আধ ঘণ্টাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। তারপরেও রেলের ওয়াইফাই ব্যবহার করতে হলে দিতে হবে টাকা।
এতদিন বিনা খরচেই সীমাহীন পরিষেবা মিলত। এর জন্য গুগলের সঙ্গে রেলের পাঁচ বছরের চুক্তি হয়েছিল। এই চুক্তির শেষ। আর তার পুনর্নলীকরণও হয়নি। সূত্রের খবর, গুগল জানিয়েছে, বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দিয়ে সেভাবে লাভ হয়নি। তাই তারা আর আগ্রহী নয়।
কী হারে টাকা কাটা হবে? প্রথম আধ ঘণ্টার পরে ১০, ১৫, ২০, ৩০, ৪০, ৫০ এবং ৭৫ টাকার ডেটা প্যাক থাকবে। সেটা থেকে বেছে নিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে। ধাপে ধাপে সারা দেশে কমবেশি ৮,০০০ স্টেশনে ওয়াইফাই পরিষেবা আনতে চায় রেল। বর্তমানে দেশের ১,২৮৭টি বড় স্টেশনে এই সুবিধা পাওয়া যায়। ওয়াইফাই পরিষেবা দিতে মাসে ৯৭.২৫ টেরাবাইট ডেটা খরচ হয় রেলওয়ারের।
৳7,777 IPL 2025 Sports Bonus