Car Sales Record: দিনে গড়ে ১০,০০০-রও বেশি গাড়ি বিক্রি ভারতে, ২০২২ সালে তৈরি হল রেকর্ড
Updated: 02 Jan 2023, 04:22 PM ISTতিনি আরও বলেন যে, ২০২২ সালের এই বিক্রির রেকর্ড কোনও এক বছরের হিসাবে রেকর্ড। অর্থাত এর আগে কখনও মাত্র এক বছরে ভারতে এত বেশি গাড়ি বিক্রি হয়নি। এর আগে ২০১৮ সালের মোট বিক্রিই সর্বকালের রেকর্ড ছিল। সেই বছর গাড়ি বিক্রির সংখ্যা ছিল ৩৩.৩ লক্ষ ইউনিট।
তিনি আরও বলেন যে, ২০২২ সালের এই বিক্রির রেকর্ড কোনও এক বছরের হিসাবে রেকর্ড। অর্থাত এর আগে কখনও মাত্র এক বছরে ভারতে এত বেশি গাড়ি বিক্রি হয়নি। এর আগে ২০১৮ সালের মোট বিক্রিই সর্বকালের রেকর্ড ছিল। সেই বছর গাড়ি বিক্রির সংখ্যা ছিল ৩৩.৩ লক্ষ ইউনিট। অর্থাত্ সর্বকালের সর্বোচ্চকেও ছাপিয়ে নয়া রেকর্ড সৃষ্টি করেছেন ভারতীয় গাড়ি ক্রেতারা। ২০১৮-র তুলনায় ২০২২ সালে ১৪% বিক্রি বেড়েছে। ফাইল ছবি: রয়টার্স
(Reuters) পরবর্তী ফটো গ্যালারি