SUV গাড়ি কাকে বলে? কখন বেশি সেস দিতে হবে? স্পষ্ট করে দিল GST কাউন্সিল Updated: 17 Dec 2022, 10:32 PM IST Soumick Majumdar এক সময়ে ভারতে SUV বলতেই সকলে মাহিন্দ্রা স্কোরপিও, টাটা সুমো, বলেরো, জিপসি , থর ইত্যাদি বুঝত। কিন্তু এখন SUV-রও নানা ভাগ এসে গিয়েছে। মিড-সাইজড SUV, কম্প্যাক্ট SUV ইত্যাদি নানা ধরনের মডেল আসছে বাজারে। সেগুলি বেশ জনপ্রিয়ও।