বছরে বারবার রিচার্জ করতে চান না? এক রিচার্জেই পুরো বছর কাটাতে চান? তাহলে এমনই সুযোগ আছে বিএসএনএলে। যে প্ল্যানে একবার রিচার্জ করলেই এক বছর নিশ্চিতে কাটাতে পারবেন। মাঝে আর রিচার্জ করতে হবে না। করোনাভাইরাস পরিস্থিতিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর কারণে সেই প্ল্যানে আনলিমিটেড ডেটাও আছে।কী সেই প্ল্যান?১) ১,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান আছে। ২) ৩৬৫ দিনের ভ্যালিডিটি।৩) ৬০০ জিবি ডেটা পাওয়া যায়। দৈনিক কোনও সর্বোচ্চসীমা নেই।৪) প্রতিদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে করা যাবে। ৫) এক বছর ধরে আনলিমিটেড ভয়েস কলিং করা যায়। বিএসএনএলের ৪৪৭ টাকার প্রিপেড প্ল্যান১) এই প্ল্যানের ভ্যালিডিটি ৬০ দিন।২) ১০০ জিবি ডেটা পাওয়া যায়। ৩) ডেটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক কোনও সর্বোচ্চসীমা নেই।৪) তবে ১০০ জিবি ডেটা শেষ হয়ে গেলে নেটের স্পিড কমে ৮০ Kbps হয়ে যায়।৫) আনলিমিটেড ভয়েস কলিং করা যায়। ৬) প্রতিদিন বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যায়।৭) এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা BSNL Tunes এবং EROS Now-এ সাবস্ক্রিপশন পাবেন। উল্লেখ্য, বর্তমানে ভারতীয় টেলিকম বাজারে ঘুরে দাঁড়াতে একাধিক আকর্ষণীয় নিয়ে অফার নিয়ে আসছে বিএসএনএল। বিনামূল্যে ফোর-জি সিম দিচ্ছে সংস্থা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ মিলবে। যে মেয়াদ আগে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। নতুন গ্রাহকরা এই অফার পাবেন। মোবাইল নম্বর পোর্ট করা ব্যবহারকারীরাও পাবেন। নতুন গ্রাহক হোন বা পুরনো, এই ফোর-জি সিম কার্ড পেতে প্রথমে গ্রাহককে বিএসএনএলের নম্বরে ১০০ টাকার রিচার্জ করতে হবে। এমনিতে ফোর-জি সিমের জন্য ২০ টাকা নেয় বিএসএনএল।