ভারতীয় গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার আনল হোন্ডা (Honda)। সংস্থার অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল Honda SP 125-এ মিলছে আকর্ষণীয় ফিনান্স অপশন। কোনও ডাউন পেমেন্ট ছাড়াই এবার বাড়িতে আনতে পারবেন আপনার পছন্দের মোটরসাইকেল।
সম্প্রতি হোন্ডা SP 125-এর দাম বাড়িয়েছে। এই বাইকটির দুটি ভেরিয়েন্ট রয়েছে।
>>> ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম 76,074 টাকা। (এক্স-শোরুম)
>>> ডিস্ক ব্রেকের ভেরিয়েন্টের দাম 80,369 টাকা।(এক্স-শোরুম)
দুটি ভ্যারিয়েন্টেই রয়েছে এসিজি(ACG) স্টার্টার প্রযুক্তি। এর ফলে মোটরসাইকেল স্টার্ট নেওয়ার সময়ে বেশি শব্দ বা ঝাঁকুনি হয় না। হোন্ডা অ্যাক্টিভাতেও এসিজি দেওয়া হয়েছে।
ইঞ্জিন
হোন্ডা এসপি 125-এ, হোন্ডার 124 CC-র সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি 10.8 PS পাওয়ার উত্পন্ন করে।
কমিউটার বাইক হিসাবে এই ইঞ্জিন যথেষ্ট।
কম্বি ব্রেকিং সিস্টেম (সিবিএস) এই বাইকের ব্রেকিং উন্নত করে।
ফিচার্স

Honda SP 125-এ এলইডি(LED) হেডল্যাম্প, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়া পাবেন রিয়েল টাইম মাইলেজ, গিয়ার পজিশন ইন্ডিকেটর। রয়েছে ইঞ্জিন কিল সুইচও।
EMI অপশন :
হোন্ডা স্কুটার ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে। তাতে বলা হয়েছে, 'কোনও ডাউন পেমেন্ট ছাড়াই মিলবে Honda SP 125। এছাড়াও পাবেন 5% ক্যাশব্যাক (3,500 টাকা পর্যন্ত)।
ভারতীয় স্টেট ব্যাংকের (State Bank of India) ক্রেডিট কার্ডের মাধ্যমে করা ইএমআই লেনদেনের ক্ষেত্রে এই অফার উপলব্ধ। অফারটি ৩০ জুন অবধি বৈধ।
ভাল মাইলেজের বাজেট কমিউটার কেনার পরিকল্পনা থাকলে Honda SP 125 আপনার উইশলিস্টে রাখতে পারেন।