শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হওয়ার পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তবে তার আগেই বেশ কয়েক জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হল বেঙ্গালুরুর NCA তে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে এই ফিটনেস পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কয়েকজন সিনিয়র দলের ক্রিকেটাররা এই পরীক্ষায় অংশ নিয়েছিল। বিসিসিআই-এর নির্ধারিত ইয়ো ইয়ো টেস্ট দিতে হয় ভারতীয় তারকাদের। টেস্টের পর বেশ খোশ মেজাজেই ধরা দিলেন তাঁরা। নিজেদের মধ্যে গল্প, খুনসুটি থেকে শুরু করে এক সঙ্গে ছবি তোলা বাদ গেল না কিছুই।
আরও পড়ুন… Legends League Cricket 2023: রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে হারল ইন্ডিয়া মহারাজাস
গোটা বিশ্বের ক্রিকেট খেলিয়ে দেশগুলোর কাছে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ফিটনেস টেস্ট হল এই ইয়ো-ইয়ো টেস্ট। আর সেই টেস্টের মধ্যে দিয়েই ফিটনেসের পরীক্ষা নেওয়া হল ভারতীয় তারকাদের। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ছবি সামনে আনলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। পরীক্ষা শেষে সফলতার হাসি যেন ধরা পড়ল ওই ছবিতে। একই সঙ্গে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে হাসিমুখেই ছবি তুললেন ভারতীয় তারকারা।
আরও পড়ুন… গিলের শতরানের পরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না কোহলি! ভাইরাল বিরাটের প্রতিক্রিয়া
যুজবেন্দ্র চাহালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া সেই ছবি দেখা যাচ্ছে ভারতীয় তারকা উমরান মালিক, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, দীপক চাহার সহ বাকিদের। ছবির ক্যাপশনে চাহাল লিখেছেন, ‘ইয়ো-ইয়ো টেস্টের পরে আমরা সকলেই হাসি মুখে।’ এই ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে ক্রিকেটারদের স্পিডের পাশাপাশি ক্ষমতারও টেস্ট করা হয়। ঘরের মাঠে বছর শেষে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তাঁর আগে ফিটনেসের উপর জোর দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ভারতীয় দলের প্রস্তুতি সেরে নেওয়ারও একটা মঞ্চ বটে। আর সেই কারণেই বেঙ্গালুরুর এনসিএতে আয়োজন করা হয়েছিল এই ফিটনেস টেস্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।