ভারতকে প্রথম ইনিংসে ২১৭ রানে বেঁধে রাখার পর নিউজিল্যান্ডের দুই ওপেনার দলকে শক্ত ভিতে বসিয়ে দিয়েছেন। তৃতীয় দিনে ডেভন কনওয়ে ও টম লাথামের বিরুদ্ধে ভারতীয় পেসারদের তেমন একটা প্রভাবশালী দেখায়নি। যদিও অশ্বিন লাথামকে ফিরিয়ে জুটি ভাঙার পর ইশান্ত শর্মা তুলে নিয়েছেন কনওয়ের মূল্যবান উইকেট। তবু এই মুহূর্তে কিউয়িদেরই ম্যাচে সুবিধাজনক পরিস্থিতিতে দেখাচ্ছে।
চতুর্থ দিনের খেলা ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। পঞ্চম দিনে যদি নিউজিল্যান্ড প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নিতে পারে, তবে রিজার্ভ ডে'র ষষ্ঠ দিনে ভারতকে প্রবল চাপে ফেলতে পারেন কিউয়িরা। সুতরাং, অনুকূল পরিবেশে ভারতীয় পেসারদেরকেই দায়িত্ব নিতে হবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস তাড়াতাড়ি গুটিয়ে দেওয়ার।
পঞ্চম দিনের খেলা শুরুর আগে টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ ও সঞ্জয় বাঙ্গার ভারতীয় পেসারদের মূল্যবান কিছু পরামর্শ দেন। স্টার স্পোর্টসের আলোচনায় লক্ষ্মণ বলেন, ‘আমি অবাক হয়েছি এটা দেখে যে, বুমরাহ নিজের লেনথ বদলাতে পারেনি। ইংল্যান্ডের পরিবেশে এটা অত্যন্ত প্রয়োজনীয়। তুমি চাইবে ব্যাটসম্যান কভার ড্রাইভ করুক। তুমি অবশ্যই চাইবে যে, বল ব্যাটের বাইরের কানায় লেগে সুযোগ তৈরি হোক।’
লক্ষণ আরও বলেন, ‘তাছাড়া তুমি যদি শরীর থেকে দূরে বল করো, তবে নিউজিল্যান্ডের বেশিরভাগ ব্যাটসম্যানই ফাঁদে পা দেবে। কেননা ওরা ফ্রন্টফুট ড্রাইভ করার সময় খুব একটা পা বাড়ায় না। সেক্ষেত্রে ব্যাট ও প্যাডের একটা ফাঁক খুঁজে পাওয়া যাবে।’
টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, ‘আমি লক্ষ্মণের সঙ্গে একমত। ইশান্ত সুইং ও সিমের যথাযথ ব্যবহার জানে। কেরিয়ারের বেশিরভাব সময়ে ইশান্ত ইনসুইং বল করেছে। যখন ইনসুইং বোলাররা স্টাম্পের কাছে বল করার প্রবণতা দেখায়, তখন তার সুইং হারাতে পারে। সুতরাং, ইশান্ত কিছুটা বাইরে বল রাখতে পারে, যাতে ও যথাযথ সুইং করাতে পারে। ইশান্ত ও বুমরাহকে আমার পরামর্শ, ওরা একটু বাইরে বল রাখুক।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।