শুভব্রত মুখার্জি: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় সিনিয়র দল। টেস্ট সিরিজ ইতিমধ্যে জিতে গিয়েছে ভারতীয় দল। ওয়ানডে সিরিজেও লড়াই করে জিতেছে তারা। তবে টি-২০ সিরিজের গোড়াতেই ঘটেছে ছন্দপতন। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম টি-২০ ম্যাচে লড়াই করেও হেরেছে। মাত্র চার রানে হারতে হয়েছে তাদের। আর সেই আক্ষেপ এখনও যাচ্ছে না পেসার আর্শদীপ সিংয়ের। তাঁর মতে, একজন ব্যাটার শেষ পর্যন্ত থাকলেই ভারতকে ম্যাচ হারতে হত না।
আরও পড়ুন: IPL মাতিয়েছেন কিন্তু দেশের হয়ে খেলা যে অনেক শক্ত, বুঝতে পারছেন আর্শদীপ
তারোউবাতে বৃহস্পতিবার যখন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া আউট হয়ে যান, তখনও ম্যাচ ৫০-৫০ অবস্থায় ছিল। ম্যাচ জিততে হলে ভারতের দরকার ছিল ২৯ বলে ৩৭ রান। শেষ ওভারেও ভারতের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। হাতে ছিল তিনটি উইকেট। তবে সেই রান ভারত শেষ পর্যন্ত করতে পারেনি। চার রানে হারতে হয় তাদের। ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটার তিলক বর্মার। দলের হয়ে সর্বোচ্চ স্কোরও করেন তিনি। ৩৯ রান করেন তিনি। আর্শদীপ সিংয়ের মতে, দলের একজন স্পেশালিস্ট ব্যাটার শেষ পর্যন্ত থাকলে ভারতকে ম্যাচ হারতে হত না।
আরও পড়ুন: ‘তুমি এমএস ধোনি নও’, কাকতালীয় ভাবেই আকাশ চোপড়ার কটাক্ষের উচিত জবাব দিলেন ইশান- ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।