
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি:- ভারতীয় অ্যাথলেটিক্সের জগতে নিঃসন্দেহে কিংবদন্তি পিটি ঊষা। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের মধ্যে দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। সেদিন অল্পের জন্য অলিম্পিক পদক পাননি তিনি। চতুর্থ স্থানে শেষ করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারত থেকে যতজন অ্যাথলিট উঠে এসেছেন পুরুষ,মহিলা নির্বিশেষে তাদের মধ্যে নিঃসন্দেহে মহাতারকা পিটি ঊষা।খেলা ছেড়েছেন দীর্ঘদিন হল।এই মুহূর্তে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।
এত বছর হয়ে গেলেও জাতীয় স্তরে তাঁর গড়া বেশ কিছু নজির এতদিন ধরে অক্ষত ছিল। সেই নজিরের অন্যতম একটি নজির ৩৯ বছর বাদে ভেঙে গেল মঙ্গলবার। প্রায় চার দশক বাদে তাঁর গড়া সেই নজির ভাঙলেন আর ভিথ্যা রামরাজ। ৪০০ মিটার হার্ডেলসে ভারতের মেয়েদের অ্যাথলেটিক্সে নয়া তারকা তিনি।
২০২২ সালের হাংঝাউ এশিয়ান গেমসের ব্রোঞ্জপদকজয়ী অ্যাথলিট রামরাজ। তিনি এবারের ঘরোয়া মরশুম শেষ করলেন দুর্দান্তভাবে। মহিলাদের ৪০০ মিটার হার্ডেলসে নয়া নজির গড়ে চ্যাম্পিয়ন হলেন তিনি। আর এর ফলেই ভেঙে গেল ৩৯ বছর আগে ঘরোয়া মিটে গড়া পিটি ঊষার নজির। প্রসঙ্গত মঙ্গলবার শেষ দিন ছিল চলতি ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের। আর সেই দিনেই বাজিমাত করেছেন ভিথ্যা রামরাজ। এবারের আসর বসেছে বেঙ্গালুরুতে। সেখানকার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে খেলা হল বিভিন্ন ক্রীড়াবিভাগের।
এদিন ইভেন্টে রেলওয়ের হয়ে খেলতে নেমেছিলেন ভিথ্যা। তিনি তাঁর দৌড় শেষ করেন ৫৬.২৩ সেকেন্ড সময়ে। ১৯৮৫ সালে ত্রিবান্দ্রমে বসেছিল জাতীয় অ্যাথলেটিক্সের আসর। সেখানেই ৫৬.৮ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে নজির গড়েছিলেন, যেখানে রেকর্ড গড়েছিলেন পিটি উষা। যা ছিল এতদিন পর্যন্ত রেকর্ড। যা এতদিন অর্থাৎ ৩৯ বছর অব্দি অক্ষত ছিল। এই রেকর্ড ভেঙে গিয়েছে মঙ্গলবার।
আরও পড়ুন-সিন্ধুরা পারেননি, পারলেন শরদরা! টোকিয়োর সাফল্য প্যারিসে টপকাল প্যারালিম্পিয়ানরা…
১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ৫৫.৪২ সেকেন্ড সময়ে দৌড়ে নজির গড়েছিলেন তিনি।ভিথ্যা ঘটনাচক্রে ২০২২ হাংঝাউ এশিয়ান গেমসে এই নজির স্পর্শ করেছিলেন। ২৫ বছর বয়সী তারকা এদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দারুন ফর্মে ছিলেন। ব্যক্তিগত বিভাগে সোনা জয়ের পাশাপাশি এদিন রেলওয়ের হয়ে দ্বিতীয় সোনাও জেতেন তিনি। মেয়েদের ৪*৪০০ মিটার রিলেতে সোনা জিতেছেন তিনি। এরপর এদিন ছেলেদের ২০০ মিটারেও হয়েছে নয়া নজির। গড়েছেন তামিলনাড়ুর নীতিন। ২০.৬৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে নজির গড়েছেন তিনি। গত বছর অনিমেষ কুজুর ২০.৭৪ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে এই নজির গড়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports