
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ছাড়াই এই প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে যতবার শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ছাড়া মাঠে নেমেছিল বাংলাদেশ দল, ততবারই দাঁত ভেঙে ছিল টাইগারদের। তথ্য বলছে এর আগে ২০২০ সালে পাকিস্তানের বিরুদ্ধে শাকিব ও মুশফিকুরকে ছাড়াই মাঠে নেমে ছিল বাংলাদেশের ক্রিকেট দল, সেবারে ০-২ সিরিজ হারতে হয়েছিল বাংলাদেশকে।
এরপরে ২০২১ সালেও শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ছাড়াই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই সিরিজে ০-৩ ব্যবধানে হারতে হয়েছিল তাদের। এরপর আবারও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজেও খেলেননি শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সেবারেও খেলার ফল বদলায়নি। সেবারে ০-৩ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ।
আরও পড়ুন… Bangladesh vs UAE 2nd T20I: প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
২০২২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধেও সিরিজ হেরেছিল টাইগাররা। সেই সিরিজের ফল হয়েছিল ১-২। তবে মজার বিষয় হল সেই সিরিজেও খেলেননি শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে চারটি আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ হারার পরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধেও সিরিজ খেলেননি শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু এই দুই তারকাকে ছাড়াই সিরিজ জিতল টাইগাররা। এবারের সিরিজের ফল হয়েছে ২-০। শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ছাড়া প্রতিপক্ষকে ক্লিন সুইপ বা হোয়াইওয়াশ করে দিল বাংলাদেশ দল।
এই জয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে টাইগারদের কিছুটা আত্মবিশ্বাস দেবে। আসন্ন ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে দুই ম্যাচের এই সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। মূলত বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের জন্য এই ম্যাচগুলোকে ব্যবহার করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ম্যাচে আরব আমির শাহিকে ৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচটি জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল চরম হতাশাজনক। তবে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই তুলনায় ভালো খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সঙ্গে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল।
আরও পড়ুন… ইরানি কাপের জন্য Rest of India squad-এ বাংলার অভিমন্যু সহ চার ওপেনার
ম্যাচের কথা বললে মঙ্গলবার দুবাই-এ সংযুক্ত আরব আমির শাহিকে ৩২ রানে হারিয়ে দিল বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানেই জিতেছে টাইগাররা। সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছন্দে দেখা গেল বাংলাদেশকে। যার ফলে অনায়সে সংযুক্ত আরব আমির শাহিকে হারিয়ে সিরিজ জিতে নিল নুরুল হাসান সোহানের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports