বুধবার থেকে লর্ডসে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মইন আলিকে শেষ পর্যন্ত পাবে না ইংল্যান্ড। তাঁর পরিবর্তে অ্যাশেজে অভিষেক হতে চলেছে জোশ টাঙ্গের। এই মাসের শুরুর দিকে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল টাঙ্গের। দ্বিতীয় ইনিংসে তিনি ৬৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।
জ্যাক লিচের পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তিনি বাদ পড়েন। যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর ভেঙে অ্যাশেজের জন্য টেস্ট টিমে জায়গা করে নেন মইন আলি। এবং প্রথম টেস্টের প্রথম একাদশে তিনি জায়গা করে নেন। তবে টানা বল করতে গিয়ে মইনের আঙুলে ফোস্কা পড়ে। যার জেরে এজবাস্টনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ ওভার বল করতে পেরেছিলেন মইন আলি। তবে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারছেন না।
আরও পড়ুন: কোহলির জন্য ভারতের বিশ্বকাপ জেতা উচিত- চার সেমিফাইনালিস্টও ঠিক করে দিলেন সেহওয়াগ
ফাস্ট বোলার মার্ক উডের বদলে টাঙ্গকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্টের জন্য। মার্ক উড গত ডিসেম্বরে পাকিস্তান সফরের তৃতীয় ম্যাচের পর থেকে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে অংশ নেননি। এমন কী ক্রিস ওকস এবং লেগ-স্পিনার রেহান আহমেদও একাদশে সুযোগ পেলেন না।
পাঁচ দিনের রোমাঞ্চকর ম্যাচের পর এজবাস্টনে প্রথম টেস্টে দুই উইকেটে হেরে গিয়েছিল ইংল্যান্ড। যে কারণে লর্ডস টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে চাইছে ইংল্যান্ড। আর লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোশ টাঙ্গকে দল রাখা মানেই, ইংল্যান্ড অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ফ্রন্টলাইন স্পিনার ছাড়াই খেলবে।
আরও পড়ুন: ৪-৬-৪-৬-৬-৪- সুপার ওভারে রেকর্ড রান, সঙ্গে বল হাতেও চমক, উইন্ডিজকে গুঁড়িয়ে নায়ক ভ্যান বিক- ভিডিয়ো
লর্ডসের সবুজ পিচে চার বিশেষজ্ঞ সিমারকে মাঠে নামানোর জন্য টাঙ্গকে রাখা হয়েছে দলে। ইংল্যান্ডের একাদশে আর কোনও পরিবর্তন হচ্ছে না। সে ক্ষেত্রে পার্ট-টাইমার জো রুট ইংল্যান্ডের একমাত্র স্লো-বোলিং বিকল্প হবেন। অস্ট্রেলিয়া এখনও তাদের একাদশ নিশ্চিত করেনি।
দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ড ব্রড, অলি রবিনসন, জশ টঙ্গ, জেমস অ্যান্ডারসন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।