মেজর লিগ ক্রিকেটে অপর একটি ম্যাচে মুখোমুখি হয় ওয়াশিংটন ফ্রিডম এবং স্যাটেল আর্কাস। সেই ম্য়াচে ৫ উইকেটে জিতে নেয় অর্কাস। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অর্কাস অধিনায়ক ওয়েন পার্নেল। ওয়াশিংটন ফ্রীডমের হয়ে ওপেন করতে নামেন ম্যাথিউ শর্ট এবং অ্যান্ড্রিস গৌস। যদিও এই ম্যাচ মাত্র ২ রান করতে করেন শর্ট। ফলে শুরুতেই ধাক্কা খায় ওয়াশিংটন। তবে গৌস কিছুটা হলেও রান করার চেষ্টা করেন।
তিন নম্বরে ব্যাট করতে নামা মুক্তার আহমেদও এদিন ব্যর্থ হন। পার্নেলের বলে এলবিডব্লু হয়ে মাত্র ৫ রান করে ফিরে যান তিনি। পরপর উইকেট হারিয়ে স্বাভাবিক ভাবেই চাপে পড়ে যায় ওয়াশিংটন। তবে মইসেস হেনরিক গুরুত্বপূর্ণ ২৪ রান করে যান। এছাড়াও আকিল হোসেন ২২ বলে ৩৩ রানে অপরাজিত ইনিংস উপহার দেন। তার এই ইনিংসটি সাজানো মাত্র ২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান তোলে ওয়াশিংটন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন কুইন্টন ডি'কক এবং আনোয়ার। যদিও কুইন্টন মাত্র ১০ রান করেন। তবে এদিন আনোয়ার দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাচ জয়ের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩৭ বলে ৪৮ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ৩টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে। বিপক্ষ দলের ক্রিকেটারদের নিয়ে কার্যত ছেলেখেলা করে তারা।
তবে একটা সময় পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অসকার্স। মনে করা হয়েছিল এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে চলেছে। কিন্তু সেটা আর হয়নি। কারণ সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন ইমাদ ওয়াসিম। ৩৮ বলে ৪৩ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে ৩টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি। তাঁর পারফরম্যান্সে ভর করে ঘুরে দাঁড়ায় তারা। অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন ওয়াসিম। ২ বল হাতে থাকতেই ৫ উইকেটেই জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় অর্কাস। ম্যাচের সেরা হয়েছেন ইমাদ ওয়াসিম। টুর্নামেন্টের প্রথম ম্যাচই জিতল অর্কাস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।