1 মিনিটে পড়ুন Updated: 10 Jan 2023, 05:13 PM ISTAyan Das
Ranji Trophy: রেলওয়েজের বিরুদ্ধে মাত্র ৯৬ রানে অল-আউট হয়ে গিয়েছে ত্রিপুরা। দলের ৬২ শতাংশ রানই করেছেন ঋদ্ধিমান সাহা এবং বিপ্লব কুমার দাস। প্রথমদিনেই প্রথম ইনিংসে ৩০ রানে এগিয়ে আছে রেলওয়েজ। হাতে আছে নয় উইকেট।
Ad
ঋদ্ধিমান সাহা। (ফাইস ছবি, সৌজন্যে পিটিআই)
রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ধসে গেল ত্রিপুরা। ৯৬ রানে অল-আউট হয়ে গেল ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়দের দল। তাও দলের প্রায় ৬২ শতাংশ রান করেছেব দু'জন - বিক্রম কুমার দাস ও ঋদ্ধিমান। সেই পরিস্থিতিতে প্রথমদিনেই প্রথম ইনিংসে ৩০ রানে এগিয়ে আছে রেলওয়েজ। হাতে আছে নয় উইকেট।
মঙ্গলবার সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান। শুরুটা তেমন মন্দ হয়নি ত্রিপুরার। প্রথম ১০ ওভারে কোনও উইকেট হারায়নি। কিন্তু ১১.৪ ওভারে প্রথম উইকেট পড়তেই খেই হারিয়ে ফেলে ত্রিপুরা। বিনা উইকেট ২৫ রান থেকে ত্রিপুরার স্কোর দাঁড়ায় চার উইকেটে ৪২ রান। পঞ্চম উইকেটে বিক্রম এবং ঋদ্ধিমানের জুটিতে কিছু লজ্জা কম হয়। দু'জনের জুটিতে ২৯ রান ওঠে।
কিন্তু ৭১ রানের মাথায় ঋদ্ধি আউট হতেই ত্রিপুরার ইনিংস পুরো ভেসে যায়। শেষপর্যন্ত ৪৯.৩ ওভারে ৯৬ রানে অল-আউট হয়ে যায় ত্রিপুরা। সর্বোচ্চ ১৩১ বলে ৩৫ রান করেন ওপেনার বিক্রম। একটি ছক্কা এবং দুটি চার মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ঋদ্ধি। ৪৩ বলে করেন ২৪ রান। স্ট্রাইক রেট ৫৫.৮১। চারটি চার মারেন। ঋদ্ধি এবং বিক্রম ছাড়া ত্রিপুরার মাত্র এক ব্যাটারই দু'অঙ্কের গণ্ডি পেরিয়েছেন। ব্যর্থ হয়েছেন সুদীপ। ২১ বলে দু'রান করে আউট হয়ে গিয়েছেন বাংলার প্রাক্তন খেলোয়াড়।
রেলওয়েজের হয়ে চারটি উইকেট নেন আকাশ পান্ডে। ১৬ ওভারে মাত্র ১৮ রান দিয়ে চার উইকেট নেন তিনি। তিনটি উইকেট নেন অধিনায়ক কর্ণ শর্মা। ৪.৩ ওভারে ১৫ রান দেন। দুটি উইকেট পান অমিত কুইল্যা। ১০ ওভারে ১৫ রান দেন তিনি। একটি উইকেট নেন যুবরাজ।
প্রথম ইনিংসে রেলের ব্যাটিং
প্রথমদিনেই ত্রিপুরার থেকে ৩০ রানে এগিয়ে আছে রেল। চতুর্থ ওভারেই বিবেক সিং আউট হয়ে গেলেও ত্রিপুরাকে মাথার উপর চেপে বসতে দেননি প্রথম সিং এবং শিবম চৌধুরী। দিনের শেষলগ্নে দু'জনেই অর্ধশতরান পূরণ করেন। দিনের শেষে ১১৯ বলে ৬০ রানে অপরাজিত আছেন শিবম। অন্যদিকে, ৯৭ বলে ৫৬ রানে অপরাজিত আছেন প্রথম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।