
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রথম ইনিংসে ৮৮০, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪১৭। ইডেনে নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে একতরফা দাপট দেখালেন ঝাড়খণ্ডের ব্যাটসম্যানরা। শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার সময় ঝাড়খণ্ড লিড নেয় ১০০৮ রানের বিশাল ব্যবধানে। নাগাল্যান্ডের বোলারদের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ঝাড়খণ্ড।
প্রথম ইনিংসের নিরিখে ৫৯১ রানের বিশাল লিড হাতে থাকা সত্ত্বেও নাগাল্যান্ডকে ফলো-অন করাননি সৌরভ তিওয়ারিরা। পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন। চতুর্থ দিনের শেষে ঝাড়খণ্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছিল। উত্কর্ষ সিং ৫০ ও অনুকূল রায় ৯ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে তার পর থেকে খেলা শুরু করে উত্কর্ষ আউট হন ব্যাক্তিগত ৭৩ রানে। সেঞ্চুরি করেন অনুকূল। তিনি ১৫৩ রান করে সাজঘরে ফেরেন। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করা কুমার কুশাগ্র দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে আউট হওয়া মাত্রই ব্যাট ছেড়ে দেয় ঝাড়খণ্ড।
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে নাগাল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্র দাঁড়ায় ১০০৯ রানের। যদিও শেষ ইনিংসে ব্যাট করতে নামেনি নাগাল্যান্ড। দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষিত হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ঝাড়খণ্ড। প্রথম ইনিংসে ২৬৬ ও দ্বিতীয় ইনিংসে ৮৯ রান করার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ১৭ বছরের কুশাগ্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports