
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
টেস্ট সিরিজের পর এ বার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া। মাঝে অবশ্য একদিনের সিরিজ হাতছাড়া করতে হয়েছে। তবে টি-টোয়েন্টি জিতে ঐতিহাসিক এই সফর একেবারে মধুরেণ সমাপয়েৎ করল অজিরা। মঙ্গলবার ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া।
টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেননি মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম। কিন্তু দলের ৬৭ রানের মাথায় পরপর রিজওয়ান এবং ফকর জামানের উইকেট হারিয়ে বসে থাকে পাকিস্তান। যেটা নিঃসন্দে বড় ধাক্কা ছিল পাকিস্তানের কাছে।
তবে অধিনায়ক বাবর আজমের ৪৬ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংস পাকিস্তানকে ১৫০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে। বাবর ছাড়া বাকিরা কেউ সে ভাবে ছন্দেই ছিলেন না। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন খুশদিল শাহ। রিজওয়ান করেন ২৩ রান। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিও টপকাননি। আসলে নাথান এলিসের আগুনে বোলিংয়ের সামনে টিকতেই পারেননি পাক ব্যাটাররা। এলিস একাই নেন ৪ উইকেট। এ ছাড়া ক্যামেরন গ্রিন নিয়েছেন ২ উইকেট। সিন অ্যাবোট এবং অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৪৫ বলে ৫৫ রানের হাত ধরে ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ফিঞ্চ ছাড়া আহামরি পারফরম্যান্স অবশ্য সে ভাবে কারও নেই। তবে সাত নম্বরে ব্যাট করতে নেমে বেন ম্যাকডারমাট ক্রিজে টিকে থেকে ১৯ বলে অপরাজিত ২২ রান করে অজিদের জয় নিশ্চিত করেন। এ ছাড়া ট্রেভিড হেড করেন ২৬ রান, ২৪ করেন জোশ ইংলিশ, মার্কাস স্টোইনিস আবার ২৩ রান করেন।
পাকিস্তানের শাহিন আফ্রিদি, উসমান কাদির এবং মহম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নিয়েছেন। হারিস রাউফ নিয়েছেন ১ উইকেট। যাইহোক শেষ রক্ষা করতে পারেনি পাকিস্তান। একমাত্র টি-টোয়েন্টি জিতেই দেশে ফিরছে অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus