
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতীয় ওপেনার কেএল রাহুলের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। বিশেষ করে চোটের সারিয়ে দলে ফেরার পর থেকেই তিনি নিজের চেনা ছন্দে নেই। তাঁকে নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
এমন কী রাহুল জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে অধিনায়ক হিসেবে মাত্র ৩০ রান করেন। এর পর ২০২২ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হন তিনি। হংকংয়ের বিপক্ষে আবার ৩৬ করেন। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৮ এবং আফগানিস্তানের বিরুদ্ধে ৬২ রান করেন। আর সব মিলিয়ে তাঁর স্ট্রাইক রেট ছিল মাত্র ১২২.২২।
আরও পড়ুন: আগে ড্রেসিংরুমে দৈত্য ছিল ধোনি এখন হয়েছে কোহলি- জঘন্য ভাবে আক্রমণ করলেন গম্ভীর
মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে রাহুলকে তাঁর কম স্ট্রাইক রেট সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি টিম ম্যানেজমেন্টের তরফে প্লেয়ারদের যে ভূমিকা দেওয়া হয়েছে, তার উল্লেখ করে রাহুল দাবি করেছেন যে, খেলোয়াড়রা অন্যদের চেয়ে নিজেদের বেশি সমালোচনা করে।
ম্যাচের আগের দিন মোহালিতে সংবাদিক সম্মেলনে কেএল রাহুল বলেছেন, ‘অনক কিছু নিয়েই সমালোচনা হয়ে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার সতীর্থরা কী ভাবছেন। টিম ম্যানেজমেন্টের তরফে একটি নির্ধারিত ভূমিকা আপনাকে দেওয়া হয়ে থাকে। সবাই তাদের সেরাটা দেয়। কেউ ইচ্ছাকৃত ভুল করে না। আমরা অন্যদের চেয়ে নিজেদের বেশি সমালোচনা করি।’
আরও পড়ুন: কোহলিকে নিয়ে লোকে প্রশ্ন কী ভাবে করে! ফুঁসছেন অজি অধিনায়ক ফিঞ্চ
রাহুল আরও যোগ করেছেন, ‘কেউ নিখুঁত নয়। ড্রেসিংরুমে কেউই নিখুঁত নয়। প্রত্যেকেই নিজেদের উন্নতির জন্য কাজ করছে। প্রত্যেকেরই একটি নির্দিষ্ট ভূমিকা আছে। স্পষ্টতই, স্ট্রাইক রেট সামগ্রিক ভিত্তিতে নেওয়া হয়। আপনি কখনও-ই দেখতে পাবেন না যে, সেই ব্যাটসম্যান কখন খেলেছেন। দেখতে হবে ২০০-স্ট্রাইক রেটে খেলাটা গুরুত্বপূর্ণ, নাকি ১০০-১২০ স্ট্রাইক রেট খেললে টিম জিততে পারবে। আসল হল দলের জেতা। কিন্তু দুঃখের বিষয় হল, সেটা কেউ দেখে না। টি-টোয়েন্টিতে সবাই মনে করে, প্রথম বল থেকেই বড় শট খেলতে হবে। সেটা সব সময় সম্ভব নয়।’
ওপেনার রাহুল আইপিএলেও পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে তাঁর কম স্ট্রাইক রেটের জন্য সমালোচনার মুখোমুখি হয়েছেন। দুই বছর আগে তাঁর ‘স্ট্রাইক-রেট ওভাররেটেড’ বক্তব্যের জন্য ভক্ত এবং বিশেষজ্ঞদের দ্বারা তিনি সমালোচিত হয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports