শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন। সামনেই অক্টোবর -নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম সেরা সম্পদ হয়ে উঠতে পারেন তিনি। সেকথা মাথায় রেখেই তাঁকে সম্পূর্ণভাবে চোটমুক্ত করতে উদ্যোগী হয়েছে বিসিসিআই। বুমরাহও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার পথে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগে তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনুশীলন ম্যাচে এবার মুম্বইয়ের ব্যাটারদের বিরুদ্ধে বোলিং করলেন তিনি।
আরও পড়ুন: বুমরাহ আয়ারল্যান্ডে যাবে কিনা নিশ্চিত নই- NCA-র সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও স্বীকারোক্তি রোহিত
একদিনের বিশ্বকাপের আগেই রয়েছে ভারতের আয়ারল্যান্ড সফর। রয়েছে এশিয়া কাপ। আর বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে এই দুই টু্র্নামেন্টে বুমরাহকে দেখে নিতে চাইছে বিসিসিআই। কতটা ম্যাচ ফিট রয়েছেন বুমরাহ, আদৌও ম্যাচ ফিট কিনা, তা বুঝতেই এই টুর্নামেন্টগুলিকে কাজে লাগাতে চাইছেন ভারতীয় নির্বাচকরা। মুম্বই দলের আন্তঃস্কোয়াড একটি ম্যাচ আয়োজন করা হয়েছিল। সেখানেই নবীন মুম্বই ব্যাটারদের বিরুদ্ধে পুরো ১০ ওভার বল করেছেন বুমরাহ।
দুটি স্পেলে বোলিং করেন তিনি। বেঙ্গালুরুর কাছেই আলুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি। এনসিএতে বর্তমানে রিহ্যাবে রয়েছেন বুমরাহ। শেষ ১০ মাস ধরেই রিহ্যাবে রয়েছেন তিনি। আন্তর্জাতিক বা ঘরোয়া ম্যাচ তো দূরের কথা অনুশীলন ম্যাচেও প্রথম বল করলেন তিনি। গত সেপ্টেম্বরে পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয় তাঁর। চলতি বছরের গোড়াতে অস্ত্রোপচারও হয়।
অনুশীলন ম্যাচে বুমরাহ ১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে নিয়েছেন ১ টি উইকেট। দুটি মেডেন ওভারও করেছেন তিনি। বুমরাহর মত পিঠের চোট সারিয়ে ফেরা অপর বোলার প্রসিধ কৃষ্ণও সেই ম্যাচে খেলেছেন। ১০ ওভার বল করে দুটি মেডেন-সহ ৩৬ রানে এক উইকেট নেন। বিসিসিআই এক বিবৃতিতে আগেই জানিয়েছিল বুমরাহ এবং প্রসিধের জন্য অনুশীলন ম্যাচের আয়োজন করবে বিসিসিআই। বিসিসিআইয়ের মেডিক্যাল দলও এই দুই পেসারের উন্নতিতে খুশি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।