বৃহস্পতিবার পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় অনুশীলন ম্যাচে নেমে ছিল মেন ইন ব্লু। প্রথমে বোলিং করতে নেমে আর্শদীপ সিং ভারতকে নিখুঁত শুরু করেছিলেন। নিজের প্রথম ওভারেই জশ ফিলিপকে আউট করেন তিনি। যাইহোক, নিক হবসন এবং ডি'আর্সি শর্ট এরপরে অর্ধশতরান করেন। দুই ব্যাটারই নিজ নিজ হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। হার্ষাল প্যাটেল তখন হবসনকে ৬৪ রানে আউট করেন, একই ওভারে শর্ট ৫২ রানে রানআউট হন। আর অশ্বিন একই ওভারে তিনটি উইকেট তুলে নিলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া তাদের গতি হারিয়ে ফেলে। ২০তম ওভারে হার্ষাল প্যাটেল ১৩ রান দিলেন এবং একটি উইকেট নিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান করেছে। এই ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ১৬৯ রান। কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি টিম ইন্ডিয়া। ভারতের একটি খারাপ ব্যাটিং প্রদর্শন করেন এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৬৮/৮ রানের জবাবে ভারত স্কোর বোর্ডে তোলে ১৩২/৭ রান। ৩৬ রানে হেরেছে টিম ইন্ডিয়া। তবে ব্যাট হাতে চমক দেখান কেএল রাহুল। ৫৫ বলে ৭৪ রান করে আউট হন তিনি। অ্যান্ড্রু টাইয়ের বলে আউট হন ভারতের এদিনের ক্যাপ্টেন।
ভারতের একটি খারাপ ব্যাটিং প্রদর্শন করেন এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৬৮/৮ রানের জবাবে ভারত স্কোর বোর্ডে তোলে ১৩২/৭ রান। ৩৬ রানে হেরেছে টিম ইন্ডিয়া।
13 Oct 2022, 02:37 PM IST
৩৬ রানে হারল কেএল রাহুলের টিম ইন্ডিয়া
ভারতের একটি খারাপ ব্যাটিং প্রদর্শন কারণে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৬৮/৮ রানের জবাবে ভারত স্কোর বোর্ডে তোলে ১৩২/৭ রান। ৩৬ রানে হেরেছে টিম ইন্ডিয়া।
13 Oct 2022, 02:32 PM IST
৭৪ রান করে আউট হলেন রাহুল
কেএল রাহুল ৫৫ বলে ৭৪ রান করে আউট হন। অ্যান্ড্রু টাইয়ের বলে আউট হন তিনি। ভারত ১৯ ওভার শেষে ১৩০/৬ রান করেছে। চাপে টি
13 Oct 2022, 02:26 PM IST
কেএল রাহুল গিয়ার বদল করছেন
কেএল রাহুল ১৮তম ওভার শুরু করেন একটি ছক্কা দিয়ে এবং ফলোআপ করেন একটি চার দিয়ে। এরপর আরও ছয় মারেন তিনি। ভারত ১৮ ওভার শেষে তুলল ১২৮/৫ রান। কেএল ৫৩ বলে ৭৪ রানে ব্যাট করছেন।
13 Oct 2022, 02:26 PM IST
ভারতের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে
ভারত 17 ওভারে 108/5 ছুঁয়ে যাওয়ায় তাড়া করা আরও জটিল হচ্ছে।
13 Oct 2022, 02:15 PM IST
আউট হলেন দীনেশ কার্তিক
দীনেশ কার্তিক বিদায় নিলে ভারত তার ৫ম উইকেট হারায়। ফিলিপের বোলিংয়ে 10 রান করে আউট হন কার্তিক। ভারত 108/5 (16.1 ওভার)
নতুন ব্যাটসম্যান হর্ষাল প্যাটেল।
13 Oct 2022, 02:12 PM IST
হাফ সেঞ্চুরি করলেন কেএল রাহুল
কেএল রাহুল হাফ সেঞ্চুরি করলেন। ভারত ১০০ রানের সীমা টপকাল। ভারত ১৫ ওভার শেষে স্কোর বোর্ডে তুলল ১০৩/৪ রান।
13 Oct 2022, 02:06 PM IST
হাফ সেঞ্চুরি থেকে একটু দূরে কেএল রাহুল
১৪ ওভার শেষ ভারতের স্কোর ৯২/৪ রান। কেএল রাহুল তার হাফ সেঞ্চুরির কাছাকাছি।
13 Oct 2022, 01:59 PM IST
অক্ষর প্যাটেল আউট, মাঠে এলেন কার্তিক
অক্ষর প্যাটেল আউট হলেন, ভারত তার চতুর্থ উইকেট হারাল। অক্ষর প্যাটেল ২ রান করার পর বিদায় নিলেন। নতুন ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ভারতের স্কোর ৭৯/৪ (১২.৫ ওভার)
13 Oct 2022, 01:54 PM IST
ভারতের জন্য দারুণ ওভার
ভারতের জন্য একটি ভালো ওভার। ১ রান নিলেন রাহুল-অক্ষর। ১২ ওভারের পরে ভারতের স্কোর ৭৯/৩ রান।
13 Oct 2022, 01:50 PM IST
১১ ওভারে ভারতের স্কোর ৬৬/৩
কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল ১১ ওভারের পরে ভারতের স্কোরকে ৬৬/৩ রানে নিয়ে গেলেন। রাহুল ৩৩ বলে ২৭ রান করে ব্যাট করছেন।
13 Oct 2022, 01:46 PM IST
ভারতের তৃতীয় উইকেটের পতন
হার্দিক পান্ডিয়া ১৭ রানে করে আউট হলেন। ভারত তাদের তৃতীয় উইকেট হারাল। নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেল। ভারতের স্কোর ৬০/৩ (১০ ওভার)
13 Oct 2022, 01:40 PM IST
ভারত ৫০ রান করল
৯ ওভারে ৫০ রান তুলল ভারত। কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়ার দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া। শুরুতেই দুটি উইকেট হারিয়েছিল ভারত।
13 Oct 2022, 01:40 PM IST
আউট হলেন দীপক হুডা
ল্যান্স মরিস তাঁর প্রথম ওভারে দীপক হুডাকে সাজঘরে ফেরালেন। দীপক ৬ রান করে আউট হলেন। ভারত ৭ ওভারে শেষে স্কোর বোর্ডে তুলল ৩৩/২ রান।
13 Oct 2022, 01:31 PM IST
পন্তের উইকেট হারাল ভারত
শেষ হল পাওয়ারপ্লে। ভারতের স্কোর ২৯/১ রান। কেএল রাহুল ১৩ রানে ব্যাট করছেন, আর নতুন ব্যাটার দীপক হুডা ৫ রানে খেলছেন।
13 Oct 2022, 01:28 PM IST
বেহরেনডর্ফ ভারতকে চাপে রেখেছে
বেহরেনডর্ফ তাঁর তৃতীয় ওভারে মাত্র তিন রান দিলেন। ভারত পাঁচ ওভারের পরে স্কোর বোর্ডে তুলেছে ২১/০ রান।
13 Oct 2022, 01:16 PM IST
ছক্কা মারলেন পন্ত
ঋষভ পন্ত রানের গতি বাড়ালেন। চতুর্থ ওভার শেষ করার আগে ছক্কা মারলেন পন্ত। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১৮/০
13 Oct 2022, 01:14 PM IST
কেএল রাহুল বাউন্ডারি হাঁকালেন
ঋষভ পন্তের কাছে স্ট্রাইক দেওয়ার আগে বেহরেনডর্ফের বিরুদ্ধে বাউন্ডারি মারেন কেএল রাহুল। ৩ ওভার পরে ভারতের স্কোর ৮/০ রান।
13 Oct 2022, 01:12 PM IST
ধীরগতিতে শুরু করল ভারত
দ্বিতীয় ওভারে মাত্র দুটি সিঙ্গেল নিয়ে ভারতের শুরুটা ধীরগতি করল পন্ত ও রাহুল। ২ ওভার পরে ভারতের স্কোর ২/০ রান।
13 Oct 2022, 01:05 PM IST
ব্যাট করতে নামল ভারত
কেএল রাহুলের সঙ্গে ব্যাট করতে নামলেন ঋষভ পন্ত। ১৬৯ রান তাড়া করতে নেমে কেএল রাহুল প্রথম ওভারে রানের খাতা খুলতে পারলেন না।
13 Oct 2022, 01:02 PM IST
দুরন্ত অশ্বিন, জোড়া সাফল্য হার্ষালের
এদিনের ম্যাচে ৩২ রােন তিন উইকেট শিকার করলেন অশ্বিন। হার্ষাল প্যাটেল ২৭ রান দিয়ে নিলেন দুই উইকেট। আর্শদীপ সিং ২৫ রান দিয়ে নিলেন এক উইকেট।
13 Oct 2022, 12:41 PM IST
জিততে ভারতের প্রয়োজন ১৬৯
২০তম ওভারে হার্ষাল প্যাটেল ১৩ রান দিলেন এবং একটি উইকেট নিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান করেছে। এই ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ১৬৯ রান।
13 Oct 2022, 12:35 PM IST
১৫০ টপকাল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯তম ওভারে বল করেন ভুবনেশ্বর কুমার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্কোর ১৫৩/৭
13 Oct 2022, 12:27 PM IST
বাকি আর দুই ওভার
আরশদীপ সিং ১৮ তম ওভার বল করলেন এবং আট রান দিলেন। ১৮ ওভার শেষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ১৪৬/৬ রান।
13 Oct 2022, 12:23 PM IST
এক ওভারে তিন উইকেট
অশ্বিন এবারে বল হাতে চমক দেখালেন। একই ওভারে নিজের তৃতীয় উইকেট তুলে নেন অশ্বিন। ব্যানক্রফ্ট ধরা পরেন। ১৭ ওভারের পরে স্কোর ১৩৮/৬ রান।
13 Oct 2022, 12:18 PM IST
আর বাকি চার ওভার
হার্ষাল ওভারের পরে ম্যাচে ফিরেছে ভারত। এখন দেখার বারকি চার ওভারে প্রতিপক্ষকে কত রানে আটকে রাখে কেএল রাহুলের ভারত।
13 Oct 2022, 12:18 PM IST
১৬ ওভার শেষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ১৩৬/৩ রান
অ্যাশটন টার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট নতুন ব্যাটসম্যান হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে রয়েছেন। ১৬ ওভারের পরে স্কোর ১৩৬/৩ রান।
13 Oct 2022, 12:12 PM IST
এক ওভারে দুই উইকেট
ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন হার্ষাল প্যাটেল। তাঁর বলে ৪১ বলে ৬৪ রান করে আউট হন হবসন। ডি'আর্সি শর্ট ৫২ রান করে রানআউট হলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১৫ ওভারের শেষে তুলল ১২৭/৩ রান।
13 Oct 2022, 12:08 PM IST
হাফ সেঞ্চুরি করলেন ডি'আর্সি
ডি'আর্সি শর্টও হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। ১৪ ওভারের পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ১১৮/১ রান।
13 Oct 2022, 12:05 PM IST
৫০ পূর্ণ করলেন হবসন
হবসন তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। অশ্বিন তার তৃতীয় ওভার বল করেন এবং দেন ১২ রান। ১২ ওভারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১০/১
13 Oct 2022, 12:03 PM IST
১২ ওভারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৮/১
ব্যাটাররা এখন ধীরে ধীরে গিয়ার বদল করছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১২ ওভার পরে ৯৮/১ রান করেছে। নিজের দ্বিতীয় ওভারে ১৪ রান দেন দীপক হুডা।
13 Oct 2022, 12:01 PM IST
নিজের দ্বিতীয় ওভারে ছয় রান দিলেন অশ্বিন
অশ্বিনের করা এই ম্যাচের দ্বিতীয় ওভারে ছয় রান দিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১১ ওভারের পরে ৮৪/১ এ পৌঁছে গিয়েছে।
13 Oct 2022, 11:54 AM IST
দ্বিতীয় উইকেটের খোঁজে ভারত
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের রান রেট কিছুটা বেড়ে যাচ্ছে। ডি'আর্সি শর্ট ( ২৫ বলে ৩৫ রান) এবং নিকোলাস হবসন (২৬ বলে ৩৪)। ১০ ওভার শেষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ৭৮/১ রান।
13 Oct 2022, 11:45 AM IST
৮ ওভারে সাতটা বোলার
আট ওভারে এখনও পর্যন্ত সাত বোলার ব্যবহার করেছে ভারত। মাত্র দুই ওভার বল করেছেন আর্শদীপ সিং। তৃতীয় ওভারে প্রথম উইকেটের পর ডি'আর্সি শর্ট (১৫ বলে ২৬) এবং নিকোলাস হবসন (১৩ বলে ২০) জুটি গড়েছেন। আট ওভার পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্কোর ৬০/১।
13 Oct 2022, 11:36 AM IST
পাওয়ারপ্লে শেষ!
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ পঞ্চাশ টপকাল। মাঠে রয়েছেন ডি'আর্সি শর্ট এবং নিকোলাস হবসন। এখন পর্যন্ত একমাত্র উইকেট নিয়েছেন আর্শদীপ। ছয় ওভারের পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্কোর ৫৪/১।
13 Oct 2022, 11:27 AM IST
পঞ্চম বোলার এলেন অশ্বিন
আক্রমণে আলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর প্রথম ওভারে ১২ রান দিলেন তিনি। যা এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল। পাঁচ ওভার পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ৪৩/১।
13 Oct 2022, 11:26 AM IST
প্রথম চার ওভারে বল করলেন চার বোলার!
ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং আর এখন দীপক হুডা। WACA-তে ভারত প্রথম চার ওভারে চারটি ভিন্ন বোলার বল করলেন। চার ওভার পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ৩১/১।
13 Oct 2022, 11:24 AM IST
প্রথম উইকেটের পতন
আট রানে আউট হলেন জশ ফিলিপ! তৃতীয় ওভারে আর্শদীপ সিং-এর বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ফিলিপ।ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ১৬/১
13 Oct 2022, 11:21 AM IST
প্রথম ওভারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ৬/০
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের হয়ে ব্যাট হাতে শুরু করেন ডি'আর্সি শর্ট এবং জশ ফিলিপ। নতুন বলে শুরু করলেন ভুবনেশ্বর কুমার। কোহলি, যার নাম আজ ব্যাটসম্যানদের তালিকায় নেই, তিনি প্রথম স্লিপে দাঁড়িয়ে। প্রথম ওভারের পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের স্কোর ৬/০।