ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটারে বল করা ভুবনেশ্বর কুমারের কাজ নয়। ব্যাটসম্যানকে গতিতে পরাস্ত করার চেষ্টাও করেন না কখনও। বরং টিম ইন্ডিয়ার তারকা পেসার সুইং ও গতির হেরফের ঘটিয়েই সাফল্য আদায়ের চেষ্টা করেন বরাবর।
সুইং বোলার হিসেবে পরিচিতি তৈরি করা ভুবি ফের একবার ব্রিটিশ ব্যাটসম্যানদের মাত দিলেন হাওয়ায় বলকে কথা বলিয়ে। এজবাস্টনে ম্যাচের সেরা হয়ে তিনি স্পষ্ট স্বীকার করে নেন যে, বল নড়াচড়া করলে তিনি উইকেট তুলে নেওয়ার জন্য ঝাঁপান।
এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ ৩টি উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। তিনি ফিরিয়ে দেন জেসন রয়, জোস বাটলার ও রিচার্ড গ্লেসনকে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভুবি ৩ ওভারে মাত্র ১০ রান খরচ করে বাটলারের উইকেট তুলে নিয়েছিলেন।
আরও পড়ুন:- IND vs ENG 2nd T20I: টেস্ট হারের বদলা, এজবাস্টনেই টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া
পরপর ২টি ম্যাচে এমন দুর্দান্ত বোলিং প্রসঙ্গে ভুবনেশ্বর বলেন, ‘বল সুইং করলে সেটা দারুণ উপভোগ্য হয়ে দাঁড়ায়। গত কয়েক বছরে ইংল্যান্ডে বোলারদের জন্য খুব বেশি সাহায্য ছিল না। এবছর পিচ থেকে অনেক বেশি সাহায্য পাওয়া যাচ্ছে। সাদা বল সামনে থেকে নড়াচড়া করলে ফাস্ট বোলারদের সেটা উদ্দীপ্ত করে। ব্যাটারদের সেক্ষেত্রে সুযোগ তৈরি করতে হয়।’
সিরিজের দুই ম্যাচেই বাটলারকে পরাস্ত করা প্রসঙ্গে ভুবনেশ্বর বলেন, ‘আমরা জানি বাটলার ভয়ঙ্কর প্লেয়ার। তবে বল যদি সুইং করে, আমি অবশ্যই উইকেটের জন্য যাব এবং সেটাই কর্যকরী হয়েছ এক্ষেত্রে। বল নড়াচড়া করলে বিশেষ কোনও ব্যাটসম্যানের বিরুদ্ধে বাড়তি কিছু করার অনুপ্রেরণা পাওয়া যায়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।