শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে একেবারেই ভালো ফর্মে নেই অস্ট্রেলিয়া দল। ইতিমধ্যেই চার ম্যাচের সিরিজে তারা পিছিয়ে পড়েছেন ২-০ ফলে। গোটা সিরিজ জুড়ে তাদের ব্যাটাররা এখনও পর্যন্ত বলার মতন তেমন পারফরম্যান্স করতে পারেননি। তার উপর সিরিজের বাকি সময়ে থাকছেন না অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার স্টিভ স্মিথ। এই সিরিজে এখনও পর্যন্ত তাঁর ব্যাটে বলার মতন রান আসেনি। আর এ বার স্মিথকে নিয়েই মুখ খুলেছেন প্রাক্তন তারকা পেসার ব্রেট লি। তাঁর মতে খুব শীঘ্রই বড় রান করতে চলেছেন স্মিথ। তৃতীয় টেস্টেই শতরানের ইনিংস খেলবেন স্মিথ, এমনটাই আশা ব্রেট লি'র।
আরও পড়ুন: লাল-কালো মাটির মিশ্রণে ইন্দোরের পিচ, কী খেল দেখাবে? টস গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য
লি বলেছেন, ‘স্মিথের সামনে দারুণ একটা সুযোগ রয়েছে। নাগপুরের প্রথম টেস্টে কিন্তু ও অজিদের মধ্যে সেরা ব্যাটিংটা করেছে। ওকে দেখে মনে হয়েছে, রান করতে ও দৃঢ়প্রতিজ্ঞ। কঠিন ওভার খেলতে ও প্রস্তুত। আমি আশা করছি, ও খুব শীঘ্রই একটা বড় ইনিংস খেলবে। পরবর্তী টেস্টেই (ইন্দোরে) আশা করছি ও শতরান করবে। কারণ আমার মনে হচ্ছে ও বেশ ভালো ছন্দে রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘প্রথম টেস্টে স্মিথ যথেষ্ট ভালো খেলেছে। যদিও প্রথম টেস্টে ও বড় রান পায়নি। আর সেই কারণেই আমি নিশ্চিত ও বড় রানের ইনিংস শীঘ্রই খেলবে।’
আরও পড়ুন: রাহুলের বদলে কি শুভমন? উমেশ সুযোগ পাবেন? কী হবে ইন্দোরে ভারতের একাদশ?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।