ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছেন শার্দুল ঠাকুর। ফাস্ট বোলার অলরাউন্ডার শার্দুল ঠাকুর বলেছেন, তাঁকে বিশ্বকাপ দলে নির্বাচিত না করা হলে তাঁর কিছুই করার থাকবে না। তিনি শুধু নিজের কাজটা করে যাবেন এবং প্রয়োজনে দলের জয়ে নিজের অবদান রাখবেন। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচে শার্দুল নিয়েছেন ৮ উইকেট। তৃতীয় ও শেষ ম্যাচে তিনি ৩৭ রানে ৪ উইকেট শিকার করেছেন। এটাই তাঁর ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচের কথা বললে, ভারতীয় দল প্রথমে খেলতে গিয়ে পাঁচ উইকেটে ৩৫১ রানের বিশাল স্কোর তোলে। জবাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দল গুটিয়ে যায় ১৫১ রানে। ২০০ রানে বড় ব্যবদানে ম্যাচ জেতে ভারত। ২-১ ব্যবধানে সিরিজ দখল করে ভারত। এখন দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ৩ অগস্ট থেকে।
ওয়ানডে বিশ্বকাপের আগে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় আরও বেশি সংখ্যক খেলোয়াড়কে দেখে নিতে চান। এই কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনেক খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছিল। শেষ দুই ম্যাচে খেলেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। তৃতীয় ওয়ানডে শেষে শার্দুল ঠাকুর বলেন, ‘সিরিজে ৮ উইকেট নিয়ে আমি খুশি। আমরা ক্রিকেটাররা এই সুযোগের জন্য বছরের পর বছর অপেক্ষা করি। কখনও ভালো খেলি, কখনও হয় না।’ তিনি বলেন, ‘আমি যে সিরিজেই খেলি না কেন, আমার আত্মবিশ্বাস বাড়ে, কারণ তা কোথাও না কোথাও আমার অভিজ্ঞতাও যোগ হয়ে থাকে।’
শার্দুল ঠাকুর বলেন, ‘আমি কখনই ভাবি না যে আমাকে দলে জায়গা করে নিতে হবে। আমি সেই মানসিকতা নিয়ে খেলতে পারি না, কারণ আমি সেই ধরনের খেলোয়াড় নই। বিশ্বকাপ দলে নির্বাচিত না হলেও আমি কিছু করতে পারব না, কারণ সিদ্ধান্ত আমার হাতে তো নেই। আমি সবসময় চেষ্টা করি দলের জয়ে অবদান রাখতে এবং দলের জন্য খেলতে।’ লোয়ার ডাউন অর্ডারে ব্যাট করা শার্দুল ঠাকুর বিশ্বাস করেন যে দলে তাঁর ভূমিকা রয়েছে এবং সে কারণেই তিনি গত দুই বছর ধরে নিয়মিত ওয়ানডে দলের অংশ হয়ে রয়েছেন।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে শার্দুল ৫২টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে আর কোনও ভারতীয় ৫০ উইকেট পাননি। তিনি বলেন, ‘আমি শুধু একটি ওয়ানডে সিরিজ খেলিনি। আমি ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের অংশ ছিলাম না, তবে তা ছাড়া আমি ২ বছরের সবকটি সিরিজ খেলেছি। দলের আমার কাছে প্রত্যাশা রয়েছে এবং সে কারণেই আমি নির্বাচিত হয়েছি। যখনই সুযোগ পাই, মনে হয় দলের আমার ওপর আস্থা আছে।’
শার্দুল ঠাকুর বলেন, ‘গত কয়েক বছরে আমরা লোয়ার অর্ডার পর্যন্ত ব্যাটিং রেখেছি এবং অলরাউন্ডার হওয়ায় আমার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি আমার সর্বোত্তম অবদান রাখার চেষ্টা করি, যাতে আমি নিশ্চিত থাকতে পারি যে আমি আমার কাজটি করেছি।’ তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রতিটি বিভাগে আপনার নিজস্ব মূল্যায়ন করতে হবে। টিম ম্যানেজমেন্টের চোখও থাকবে আপনার দিকে। ব্যক্তিগতভাবেও প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ টিম ইন্ডিয়াকে এখন এশিয়া কাপে ওডিআইয়ের বিরুদ্ধে খেলতে হবে। ৩০ অগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে হবে ভারতকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।