বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কার দখলে সোনার বুট? কে জিতল সোনার বল? দেখে নিন ISL 2022-23 কে কোন পুরস্কার পেল
পরবর্তী খবর
কার দখলে সোনার বুট? কে জিতল সোনার বল? দেখে নিন ISL 2022-23 কে কোন পুরস্কার পেল
1 মিনিটে পড়ুন Updated: 19 Mar 2023, 07:03 AM ISTSanjib Halder
এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এদিন এবারের আইএসএল-এর চ্যাম্পিয়ন থেকে উঠতি সেরা তারকা সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হল। এ বছর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেওয়া হল গ্রাসরুট অ্যাওয়ার্ডও। দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেলেন।
Ad
চ্যাম্পিয়ন হওয়ার পরে এটিকে মোহনবাগান (ছবি-আইএসএল)
ফতোরদা স্টেডিয়ামের গ্য়ালারিতে কলকাতা থেকে যাওয়া সমর্থকের সংখ্য়া ছিল প্রায় ৫ হাজারেরও বেশি। চ্যাম্পিয়ন হওয়ার পর মুহূর্তেই জুয়ান ফেরান্দোর টিমের গায়ে উঠেছিল মেরুন জার্সি। সেই জার্সিতে লেখা ছিল ‘চ্য়াম্পিয়ন’। চ্য়াম্পিয়ন হওয়ার পর অধিনায়ক প্রীতম কোটাল বলেন, ‘সেমিফাইনালটাই আমাদের মধ্যে আত্মবিশ্বাস ভরে দিয়েছিল। ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে যে ভাবে জিতেছি, মনে হয়েছিল, ফাইনালে দারুণ কিছু করে দেখাতে পারি। পুরো টিম এই একটাই বিশ্বাস নিয়ে গোয়ায় পা দিয়েছিল। ভালো লাগছে, স্বপ্নপূরণ করতে পেরেছি। মরশুমের শুরু থেকে যাঁরা আমাদের পাশে থেকেছেন, তাঁদের সকলকেই ধন্য়বাদ।’
তবে এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এদিন এবারের আইএসএল-এর চ্যাম্পিয়ন থেকে উঠতি সেরা তারকা সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হল। এ বছর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেওয়া হল গ্রাসরুট অ্যাওয়ার্ডও।
দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেলেন-
ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্য়াচ হয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। অসাধারণ পারফরমেন্সের পাশাপাশি এদিনের ম্যাচে পেনাল্টিতে ২টি গোল করার পরে টাইব্রেকারেও গোল করেন তিনি।
কেএফসি স্ট্রিট বলার অফ দ্য লিগ পেয়েছেন নোহ সাদাউই। ২৯ বছরের এই তারকা এফসি গোয়ার হয়ে খেলেছেন। ২০ ম্যাচে মোট ৯টি গোল করেছেন তিনি।
আইএসএল-এর গোল্ডেন গ্লাভস পুরস্কার। যেটি পেয়েছেন এটিকে মোহনবাগানের বিশাল কাইথ। সব থেকে বেশি ১১টা ক্লিনশট করার পাশাপাশি সব থেকে গোল বাঁচিয়েছেন বাগানের এই তারকা গোলরক্ষক। বিশাল কাইথের জন্য ফাইনালে চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছিল এটিকে মোহনবাগান। ক্লিনশিট দেওয়ার ক্ষেত্রে বিশালের থেকে গুরপ্রীত অনেকটাই পিছনে ছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।