শুভব্রত মুখার্জি:- ২০১০ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে বনাম ঘানা ম্যাচটি একটি বিরল কারণে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই ম্যাচে তখন খেলা ড্র চলছিল। নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়ের খেলাতে একেবারে শেষ মুহূর্তে ম্যাচ জয়ের একটি দুরন্ত সুযোগ পায় ঘানা। উরুগুয়ের গোলরক্ষক গোল লাইন ছেড়ে এগিয়ে এসে পরাস্ত হন। ঘানার ফুটবলারের শট যখন গোলে ঢুকে যাচ্ছে সেই সময়ে লাল কার্ড নিশ্চিত জেনেও হাত দিয়ে বল আটকে দেন উরুগুয়ে। দেশের জন্য অবলীলায় লাল কার্ড দেখেন লুইস সুয়ারেজ। এরপর পেনাল্টি পেলেও ঘানা সেই পেনাল্টি মিস করে।
আরও পড়ুন-ফাইনালে ওঠা হল না বোপান্নাদের,সেমিতে হার! ১৫ বছর পর US Open-এ খরা কাটছে মার্কিনদের,সেমিতে রিটজ-টিয়াফো…
পরে পেনাল্টি শুট আউটে ঘানাকে হারিয়ে সেমিফাইনালে যায় উরুগুয়ে। ওই ঘটনার মধ্যে দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছিলেন লুইস সুয়ারেজ।সেই তিনিই এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করে দিলেন। বলা যায় রীতিমতো কান্নায় ভেঙে পড়ে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন তিনি। অশ্রুসিক্ত নয়নে জানিয়ে দিলেন আপাতত ক্লাব ফুটবলে খেললেও তাঁকে আর দেখা যাবে না দেশের জার্সিতে।
৩৭ বছর বয়সী উরুগুয়ান তারকা জানিয়েছেন আগামী শনিবার ভোররাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে তাঁর কেরিয়ারের শেষ ম্যাচটি খেলবেন।আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা তিনি। এখন পর্যন্ত তিনি ১৪২টি ম্যাচ খেলে করেছেন ৬৯টি গোল। প্রসঙ্গত উরুগুয়ে, প্যারাগুয়ের বিপক্ষে এই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি খেলবে নিজেদের ঘরের মাঠে।
সেই ম্যাচের আগেই মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে সম্মেলনেই অবসরের ঘোষণা করতে গিয়ে ভেঙে পড়েন সুয়ারেজ। অশ্রুসিক্ত নয়নে তাঁর অবসর ঘোষণা করেন। তিনি জানান ‘এই কথাটা বলতে গিয়ে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি যে আগামী শুক্রবারই (ভারতীয় সময় শনিবার ভোর) জাতীয় দলের হয়ে আমি আমার শেষ ম্যাচটি খেলব।আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত কোপা আমেরিকা জয়।আবারও বলছি, কোনো কিছুর সঙ্গে আমি এই কোপার ট্রফি অদলবদল করতে রাজি নই।'
আরও পড়ুন-Intercontinental Cup- ১৭৯-এ থাকা মরিশাসের সঙ্গেও ড্র! ম্যানোলো বললেন,‘এর থেকে খারাপ আর ভারত খেলবে না’…
প্রসঙ্গত ২০০৭ সালে উরুগুয়ের হয়ে অভিষেক হয় লুইস সুয়ারেজের। তিনি জানান ‘আমি জানি, পরের বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। চোটের কারণে নয়, নিজের ইচ্ছায় আমি অবসর নিচ্ছি। এটা অনেক বড় বিষয় ।’ উল্লেখ্য উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন।খেলেছেন পাঁচটি কোপা আমেরিকা।
আরও পড়ুন-সিন্ধুরা পারেননি, পারলেন শরদরা! টোকিয়োর সাফল্য প্যারিসে টপকাল প্যারালিম্পিয়ানরা…
২০১১ সালে উরুগুয়েকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেন সুয়ারেজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। করেছিলেন ৪ গোল।ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ৩-০ গোলে জিতেছিল উরুগুয়ে।২০১৪ ফিফা বিশ্বকাপে ইতালির জিওর্জি কিয়েল্লিনিকে ঘাড়ে কামড়ে দিয়ে চার মাস নিষিদ্ধ হয়েছিলেন তিনি।২০১০ সালের ঘটনা কারুর অজানা নয়। লিভারপুল, বার্সেলোনার মতন ক্লাবেও খেলেছেন তিনি। বর্তমানে খেলছেন ইন্টার মিয়ামির হয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।