রবিবারই শহরে পা রেখেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হোসে মোলিনা। আর সোমবার থেকেই কাজ শুরু করে দিলেন বাগানের নতুন স্প্যানিশ কোচ। সোমবার ছিল ২৯ জুলাই, অর্থাৎ সবুজ মেরুন দিবস। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয়ের সেই ঐতিহাসিক দিন। আর এই দিনেই মোহনাবগান ক্লাবের জার্সিতে অনুশীলন শুরু করে দিলেন বিশ্বকাপার, তারকারা। মোহনবাগান সুপার জায়ান্টস কর্তারা চেয়েছিলেন মোহনবাগান সমর্থকদের আবেগের কথা ভেবে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে। সোমবার তাই বিশ্বকাপার ম্যাকলারেনের সাংবাদিক সম্মেলন না রেখে মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মঙ্গলবার নিজের অফিসে রেখেছেন ম্যাকলারেন,মোলিনাদের অনুষ্ঠান। সেদিনই তাঁদের মোহনবাগান ফুটবলার হিসেবে উন্মোচন করা হবে।
তাঁর আগে সোমবার ক্লাবে এসে রাজকীয় অভ্যর্থনা পেলেন খেলোয়াড়রা। গ্যালারিতে থেকে পুস্পবৃষ্টি শুরু হতেই বিশ্বকাপার জেমি ম্যাকলারেন বিষয়টা দেখে অবাক হয়ে যান। একইরকম অভিজ্ঞতা হয় মোহনবাগানের কোচ হোসে মোলিনারও। জ্যাসন কামিন্স আগেও বাগানে খেলেছেন, তাই তিনি এই ভালোবাসা সম্পর্কে জানতেন। বিমানবন্দরে সমর্থকদের ভালোবাসা আঁচ করতে পারলেও শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা যে পুস্পবৃষ্টির মাধ্যমে তাঁদের আপ্যায়ন জানাবেন সেটা বুঝে উঠতে পারেননি অনেকেই। রবিবার প্রায় মধ্যরাতে শহরে এসেই সোমবার অনুশীলনে নেমে পড়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা। হোসে মোলিনা প্রথম দিনে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে নিতে মাঝে মধ্যেই খেলোয়াড়দের সঙ্গে টিম মিটিং সাড়লেন। কিছুক্ষণ স্ট্রেচিং করিয়ে ফিটনেস অনুশীলন করালেন। এরপর সহকারী বাস্তব রায়ের সঙ্গে কথা বলে ভারতীয় ফুটবলারদের খুটিনাটি জেনে নিলেন হোসে মোলিনা।
স্রেফ বিশ্বকাপার বলে নয়, মোহনবাগান সমর্থকরা প্রত্যেক ফুটবলারকেই এভাবে মাঠে স্বাগত জানান। গেট থেকে অধিনায়ক শুভাশিস বোস, আশিক কুরুনিয়ানরা যখন মাঠে প্রবেশ করলেন তখন গ্যালারির দুদিক থেকেই তাঁদের ওপর পুস্পবৃষ্টি করা হয়। গত দুবছর ধরেই আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছেন শুভাশিস বোসরা।একবার নকআউট চ্যাম্পিয়ন, আর গত মরশুমে আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন। এবছরও প্রত্যাশার পারদ বেশ চড়া বাগান সমর্থকদের,সেকথা অজানা নয় শুভাশিস বোসদের। প্রথম দিন সমর্থকদের ভালোবাসা তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মধ্যে দিয়েই প্রত্যাশার চাপটাও টের পেলেন বাগান ফুটবলাররা।
আরও পড়ুন-কুশল পেরেরার উইকেট নিতেই সুপার কুল সেলিব্রেশন হার্দিকের! জবাব দিতে চাইলেন কাউকে!
কাকতালীয়ভাবেই ২৯ জুলাই মোহনবাগানের তারকা বিদেশি জেমি ম্যাকলারেনেরও জন্মদিন। তাই অনুশীলন শেষে কেক কেটে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। সঙ্গে ছিলেন টম অলদ্রেড, জেসন কামিনস, সাহাল আবদুল সামাদরা। এখনও পেত্রাতোস যোগ দেননি অনুশীলনে। তিনি যোগ দিলে এই দলের আক্রমণভাগকে রোখা যে বহু দলের কাছেই বেশ সমস্যার কারণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।