
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে একেবারেই ভালো কাটছে না ভারতীয় ফুটবল দলের। দাদারাও যেমন জয়ের মুখ দেখতে ব্যর্থ, তেমনই ব্যতিক্রম নয় ভাইয়েরাও। তারাও ফ্রেন্ডলি ম্যাচে হেরে বসে থাকল। কয়েক দিন আগেই ২০২৬ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছে। ভারতীয় ফুটবল সমর্থকদের সেই হতাশার রেশ কাটতে না কাটতেই, ফের আরও এক হতাশার সম্মুখীন তারা। এবার অনূর্ধ্ব-২৩ ফ্রেন্ডলি ম্যাচে ভারতকে ফের একবার হারের সম্মুখীন হতে হল। মালয়েশিয়ার বিরুদ্ধে হারতে হল ভারতকে। কাজে এল না শিভাল্ডোর গোলও।
শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতকে হারতে হল ২-১ গোলে। ভারতীয় দল দু'টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে। যার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কুয়ালালামপুরের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। মালয়েশিয়ার হয়ে শুক্রবারের ম্যাচে গোল করেছেন সর্ভনান থিরুমুরগান এবং মহম্মদ আলিফ জিকরি। দু'টি অর্ধেই মালয়েশিয়া একটি করে গোল করেছে।সর্ভানন এই মুহূর্তে বেশ ভালো ফর্মে রয়েছেন। কয়েক দিন আগেই তিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন। উঠে এসেছিলেন ২০২৩ দক্ষিণ এশিয়ান গেমসে তাঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে। সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে তিনি একাই করেছিলেন চার-চারটি গোল।
প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন সর্ভানন। এর পর বিরতির পর খেলা শুরুর চার মিনিটের মাথায় মালয়েশিয়ার হয়ে ফের গোল করেন জিকরি। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন বেঙ্গালুরু এফসির মিডফিল্ডার চিনগামবাম শিভাল্ডো সিং। ঘটনাচক্রে তিনি ভারতের হয়ে গত ম্যাচেও গোল করেছিলেন। তবে এই ম্যাচে গোল করলেও দলের হার বাঁচাতে পারেননি। ম্যাচের ৩৩মিনিটে গোল করেন সর্ভানন। ৪৯ মিনিটে মালয়েশিয়ার লিড দ্বিগুণ করেন মহম্মদ আলিফ। ভারতের হয়ে ম্যাচের ৭৮ মিনিটে একটি গোল শোধ করেন শিভাল্ডো। এর পর সুযোগ এলেও ভারতীয় ফুটবলাররা গোলের মুখ খুলতে পারেননি। ফলে নৌশাদ মুসার প্রশিক্ষণাধীন ভারতীয় দলকে হারতে হল প্রথম ফ্রেন্ডলি ম্যাচেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports