
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন লিওনেল মেসিরা। আর্জেন্তিনার বিশ্বজয়ের সেলিব্রেশনের তাল কাটত আর একটু হলেই। যদিও শেষমেশ কোনওরকমে বিপদ এড়িয়ে যান আর্জেন্তিনার পাঁচ ফুটবলার।
যে কোনও বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফি নিয়ে হুডখোলা বাসে খেলোয়াড়দের শহর পরিক্রমা ক্রীড়াজগতে অতি পরিচিত ছবি। স্বাভাবিকভাবেই দেশে ফেরার পরে বিশ্বকাপের ট্রফি নিয়ে আর্জেন্তিনার ফুটবলাররা হুডখোলা বাসে বুয়েনস আইরেসের রাস্তায় বেরিয়ে পড়েন সমর্থকদের অভিবাদন স্বীকার ও ধন্যবাদ জানানোর উদ্দেশ্য।
বাসের পিছনের দিকে হুডের উপরে বসেছিলেন মেসি-সহ আর্জেন্তিনার পাঁচ ফুটবলার। মেসির হাতে ছিল বিশ্বকাপের ট্রফি। সকলের গলায় ঝুলছিল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পদক। হঠাৎই একটি পাওয়ার কেবল চলে আসে মেসিদের সামনে। ফুটবলারদের চোখ ছিল রাস্তার জনতার ঢলে। তাই কেবলটিকে আগে থেকে দেখতে পাননি তাঁরা। একেবারে শেষ মুহূর্তে মাথা নীচু করে কোনওরকমে তারের সংঘর্ষ এড়িয়ে যান তাঁরা।
না হলে কেবলে আটকে বাস থেকে ছিটকে নীচে পড়ে যেতে পারতেন মেসি, রদ্রিগো, ওটামেন্ডি, ডি'মারিয়া ও পারেদেস। পাওয়ার কেবলের এতটাই কাছে ছিলেন আর্জেন্তিনার পাঁচ ফুটবলার যে, পারেদেসের টুপি কেবলে আটকে বাস থেকে নীচে পড়ে যায়।
কাতার থেকে বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরে মেসিদের নিয়ে রীতিমতো উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্তিনা। উদ্দীপনার মাঝে অপ্রীতিকর দুর্ঘটনা এড়িয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ওদেশের ফুটবলমহলে। মেসি নিজে অবশ্য বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাননি। বরং তাঁর কাছে বিষয়টি রোমাঞ্চকর মনে হয়েছে। যদিও সতীর্থদের তার পরে সতর্ক থাকতে বলেছিলেন এলএম টেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports