আনোয়ার তুমি কার? কলকাতা ময়দানে এখন এই প্রশ্নই সর্বত্র। আনোয়ার যারই হোন না কেন, খেলবেন তিনি বাংলাতেই । একথা এক প্রকার নিশ্চিত। শুক্রবার ছিল মোহনবাগানে লোনে আসা ফুটবলার আনোয়ার আলিকে নিয়ে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাশ কমিটির বৈঠক। আশা করা হয়েছিল, এদিন হয়ত জট কাটবে এই ফুটবলারকে নিয়ে। কিন্তু তাঁর ভাগ্য ঝুলেই রইল। কোন দলে তিনি চলতি মরসুমে খেলবেন, তা জানতে গেলে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কারণ আনোয়ার এবং মোহনবাগান যদি নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা করে নেয়, তাহলে কারোর কিছু বলার নেই। কিন্তু সেটা না হলে, বাগানের থেকে ছাড়পত্র , সহজ কথায় নো অবজেকশন সার্টিফিকেট চাইতে পারেন আনোয়ার।
আরও পড়ুন-'সবে অধিনায়কত্বের দায়িত্বে এসেছে', এখনই সূর্যকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন না রোহিত…
কয়েকদিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার আনোয়ারকে নিয়ে প্রশংসা করেছিলেন। বাগানে তেমন ভালো কোনও স্বদেশি ডিফেন্ডার নেই। এছাড়াও গত মরসুমে বাগানে আনোয়ারের সঙ্গে খেলা হেক্টর ইতিমধ্যেই লালহলুদে সই করেছেন। এই অবস্থায় আনোয়ারও যদি চলে যায়, তাহলে বাগানের সেট ডিফেন্সই লালহলুদে চলে যাবে। কারণ ইস্টবেঙ্গলের দুই ল্যাটেরাল-সাইড ব্যাকও ভালো। ফলে যেনতেন প্রকারেন হেক্টর-আনোয়ার জুটিকে একসঙ্গে ইস্টবেঙ্গলে খেলা আটকাতে চাইছে বাগান টিম ম্যানেজমেন্ট। শুক্রবার এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকে নিজের বক্তব্য জানিয়েছেন আনোয়ার। এছাড়াও এবার থেকে তাঁর হয়ে তাঁর আইজীবী আসবেন বৈঠকে।
আরও পড়ুন-১৯৯৭ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ জয়! ২৭ বছর ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ জেতেনি শ্রীলঙ্কা!
আগামী সপ্তাহে রয়েছে ফের আনোয়ার ইস্যুতে পিএসসির বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হয়ে যাবে ঠিক কোন পথে হাঁটবেন আনোয়ার। যদিও এক্ষেত্রে ভারতীয় দলের ডিফেন্ডারের লোন থেকে বেড়িয়ে আসার জন্য বাগানের কাছে এনওসির আবেদন জানানোর সম্ভাবনা বেশি। পাল্টা বাগানও এনওসি দেওয়ার সময় শর্ত দিতে পারে কলকাতার কোনও ক্লাবে খেলতে পারবেন না তিনি। সেক্ষেত্রে আবার ইস্টবেঙ্গল ক্লাবও আনোয়ারকে নিতে চাইলে বিষয়টিতে জড়িয়ে পড়বে। তবে ব্যক্তিগতভাবে আইনোয়ার চাইছেন কোনও দলকে না জড়িয়ে নিজেই কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে।
আরও পড়ুন-চোট কাটিয়ে সরাসরি জাতীয় দলে ফেরা কঠিন! বাংলা থেকেই লড়াই শুরু করতে চান শামি…
মোহনবাগানের সমস্যা এখন একটাই, আইএসএলে যদি আনোয়ার না থাকেন, ফ্রি প্লেয়ার হিসেবে তেমন কোনও ভালো ডিফেন্ডার পাওয়া যাবে না। তখন জোড়া বিদেশি ডিফেন্ডার খেলাতে গেলে স্টুার্ট, ম্যাকলারেন এবং পেত্রাতোস, একসঙ্গে নাও খেলতে পারেন কম্বিনেশনের কারণে। এসব ভেবেই আনোয়ারকে যে কোনও প্রকারে দলে রাখতে মরিয়া এমবিএসজি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।