প্রবীণ ভারতীয় ক্রিকেটার আম্বাতি রায়ডুকে আসন্ন ঘরোয়া মরশুমে বরোদার হয়ে খেলতে দেখা যাবে। অম্বাতি রায়ডু ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এনওসি পেয়ে গিয়েছে এবং এখন বরোদার হয়ে খেলতে তাঁর আর কোনও বাধা নেই।
ডানহাতি ব্যাটসম্যান ২০১৭ সালের নভেম্বর থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে। ৩৬ বছরের তারকা ক্রিকেটার ইতিমধ্যেই ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত দু' বছর বরোদার হয়ে খেলেছেন। এবং আবারও সেই দলে যোগ দিতে তিনি উন্মুখ।
আরও পড়ুন: ‘সচিন-রাহুল-আমিও এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি’, কোহলির পাশে দাঁড়ালেন সৌরভ
ডানহাতি ব্যাটসম্যান আম্বাতি রায়ডু শেষ বার ২০১৭ সালে প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। এ বার তিনি আসন্ন ঘরোয়া মরসুমের জন্য বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা অন্তর্ভুক্ত হয়েছেন।
এ দিকে তৎকালীন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে বিবাদের জেরে বরোদা ছেড়ে যাওয়া দীপক হুডাকেও ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বরোদা ছাড়ার পর দীপক হুডা রাজস্থানের সঙ্গে ভালো মরশুম কাটিয়েছেন।
আরও পড়ুন: ঝোড়ো অর্ধশতরান করে নয়া রেকর্ড রোহিতের, পিছনে ফেললেন কোহলি-দ্রাবিড়কে
বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কার্যনির্বাহী শিশির হাত্তাঙ্গাদি নিশ্চিত করেছেন যে, রায়ডু এখন বরোদার হয়ে খেলবেন এবং দীপক হুডাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শিশির হাত্তাঙ্গাদি এনডিটিভিকে বলেছেন, ‘আম্বাতি রায়ডু আগামী মরশুমে আমাদের সঙ্গে যোগ দেবেন। দীপক হুডার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে, কিন্তু আমরা এখনও নিশ্চিত নই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।