শনিবার ইউরো কাপে ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন খেলা চলাকালীন অসুস্থ হয়ে মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন। তাঁর অসুস্থতা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গোটা বিশ্ব। এর মাঝেই পিএসএলেও একের পর এক অঘটন। আন্দ্রে রাসেলের পর এ বার গুরুতর চোট পেলেন ফ্যাফ ডু'প্লেসি। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
শনিবার রাতে আবুধাবিতে পিএলএসের ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময়ে মহম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান ফ্যাফ ডু'প্লেসি। গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ‘কনকাসন সাবস্টিউট’ বিধি অনুযায়ী ফ্যাফের পরিবর্তে নামানো হয় সাইম আয়ুবকে।
সেই সময়ে পেশোয়ার ব্যাট করছিলেন। সপ্তম ওভারে এই ঘটনাটি ঘটে। মূলত হাসনাইনের হাঁটুটা সজোরে মাথায় লাগে ডু'প্লেসির। চোট পেয়ে তিনি লুটিয়ে পড়েন। বহুক্ষণ তিনি এ ভাবেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন। দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করার পর তিনি উঠে দাঁড়ান। তবে চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
তাঁর এক সতীর্থ ক্রিকেটারদের বর্ণনা অনুযায়ী, ‘পিএসএলের ওই ম্যাচে ব্যাটসম্যান ডেভিড মিলারের মারা শট বাঁচানোর জন্য একই সঙ্গে ঝাঁপিয়েছিলেন লং অনে দাঁড়িয়ে থাকা ফ্যাফ ডু'প্লেসি ও লং অফের ফিল্ডার মহম্মদ হাসনাইন। দুই খেলোয়াড়ের কেউই নিজেদের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সংঘর্ষ ঘটে যায়।’
এই নিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দুই বিদেশি ক্রিকেটারই চোট পেয়ে মাঠ ছাড়লেন। এর আগে আন্দ্রে রাসেল আবার বিপক্ষের ইসলামাবাদ ইউনাইটেডের মুসা খানের বাউন্সারের আঘাতে চোট পেয়েছিলেন। তাঁকেও হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। জানা গিয়েছে, ফ্যাফের অবস্থা এখন স্থিতিশীল।
এ দিকে প্রথমে ব্যাট করে পেশোয়ার ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ইনিংস ১৩৬ রানেই শেষ হয়ে যায়। নির্দিষ্ট ওভারে ৯ উইকেট হারিয়ে এই রান করে গ্ল্যাডিয়েটর্স। ৬১ রানে জেতে পেশোয়ার জালমির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।