
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমসের অফিসিয়াল ওপেনিং হবে ২৬ জুলাই। মূল ইভেন্ট শুরু হবে এদিন থেকেই। তার আগে প্রাথমিক পর্বের খেলা কয়েকটি বিভাগে শুরু হয়ে যাবে, যার মধ্যে রয়েছে ফুটবল, আর্চারির মতন খেলাগুলো। ভারতীয় অ্যাথলিটরাও প্রস্তুত হয়ে রয়েছেন এই মেগা মঞ্চে তাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে দেশের নাম উজ্জ্বল করতে। এবারের গেমসে ভারত থেকে অংশ নেবেন ১১৭ জন অ্যাথলিট। ঘটনাচক্রে এই অ্যাথলিটলের ৫০ শতাংশেরও বেশি অ্যাথলিট এবারের গেমসেই তাদের অভিষেক ঘটাবেন। যাদের মধ্যে রয়েছেন দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন থেকে শুরু করে ১৪ বছর বয়সী প্রতিভাবান তারকাও। আসুন এক ঝলকে চিনে নেওয়া যাক আগামীর তারকাদের।
আরও পড়ুন: Champions Trophy 2025-এ কোনও হাইব্রিড মডেল হবে না… ভারতকে সতর্ক করলেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি
ভারতীয় স্কোয়াডে রয়েছেন ধিন্দি দেশিনগু। বয়স তাঁর মাত্র ১৪ বছর। ভারতের হয়ে তাঁকে দেখা যাবে সাঁতারের পুলে ঝড় তুলতে। ১৯৫২ সালের পরে ভারতীয় দলে থাকা সর্বকনিষ্ঠ অ্যাথলিট তিনি। ১৯৫২ সালে মাত্র ১১ বছর বয়সে ভারতের হয়ে অলিম্পিক গেমসে খেলেছিলেন সাঁতারু আরতি সাহা। সাঁতারে এ এবং বি দুটি কোয়ালিফিকেশন সময় ছিল। কোন ভারতীয় সাঁতারু ওই পর্যায়ে পৌঁছতে পারেননি। তবে এরপর অলিম্পিক গেমস ট্রাইপার্টিট কমিশন ধিন্দি দেশিনগু এবং শ্রীহরি নটরাজকে অলিম্পিক গেমসে খেলার ছাড়পত্র দেয়। মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে লড়াই করবেন তিনি। এই ইভেন্টেই লড়াই করছেন কিংবদন্তি কেটি লেডকি। ২০২২ এশিয়ান গেমসে এবং ২০২৪ বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে লড়াই করেছেন ধিন্দি।
পাশাপাশি ২০২২ এবং ২০২৩ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নিখাত জারিন। প্যারিস অলিম্পিক গেমসে ৫০ কেজি ওজনের ক্যাটাগরিতে এবার তাঁর অভিষেক হতে চলেছে। অলিম্পিক প্রোগ্রামের কথা মাথায় রেখে এই নয়া ওজন বিভাগে প্রবেশ করেছেন নিখাত জারিন। মেরি কমের পরবর্তীতে গেমসের মঞ্চ থেকে তিনি ভারতকে পদক এনে দেবেন বলে আশা করছে অনেকেই। কুস্তিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন অন্তিম পাঙ্ঘাল। এবারের গেমসে তাঁর ও অভিষেক হতে চলেছে। অনূর্ধ্ব ২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী রিতিকা এবার ভারতের হয়ে প্রথম প্রতিযোগী হিসেবে ৭৬ কেজি বিভাগে অংশ নেবেন। এশিয়ান গেমসে নীরজ চোপড়াকে কঠোর লড়াই দেওয়া কিশোর কুমার জেনা এবার প্রথমবারের মতন থাকছেন গেমসে। ভারতের হয়ে হার্ডলার জ্যোতি ইরারজি, স্টিপলচেজার পারুল চৌধুরী, ব্যাডমিন্টনে লক্ষ্য সেনরা এবারেই গেমসে তাঁদের অভিষেক ঘটাবেন। ২০২২ সালে ভারতের হয়ে ঐতিহাসিক টমাস কাপ জয়,কমনওয়েলথ গেমসে সোনা জয় এবং বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জয়ী এই তারকা এবারের গেমসে ভারতের অন্যতম মেডেল প্রত্যাশী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports