Modi-Jinping Possible Meeting: এ সপ্তাহে কি একান্ত বৈঠক বসবেন মোদী-জিনপিং? ভারতের বিদেশ সচিবের জবাবে বাড়ল জল্পনা
Updated: 22 Aug 2023, 06:38 AM ISTআসন্ন ব্রিকস সম্মেলনের ফাঁকে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং একান্তে বৈঠক করবেন? এখন এই প্রশ্ন ঘিরেই জোর জল্পনা চলছে দেশ, বিদেশের কূটনৈতিক মহলের। আর এরই মাঝে মুখ খুললেন ভারতের বিদেশ সচিব বিনয় কোওয়াটরা। তাঁর মন্তব্য ঘিরে আরও বেড়েছে জল্পনা।
পরবর্তী ফটো গ্যালারি