WB Monsoon Heavy Rain and Weather till 11th July: অতিভারী বর্ষণে ভাসবে বাংলার ৭ জেলা, জারি সতর্কতা, বৃষ্টি হবে কলকাতায়? Updated: 05 Jul 2024, 10:14 AM IST Abhijit Chowdhury দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এরই মাঝে উত্তরবঙ্গে দুর্যোগ জারি থাকবে। আজ রাজ্যের মোট ৭ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে ৫টি জেলায় হবে অতিভারী বর্ষণ। জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস।